X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সংযুক্ত আরব আমিরাতে কপ-২৮ সম্মেলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ২১:২১আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ২১:২১

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)-এর ২৮তম আসর শরু হয়েছে। আজ বৃহস্পতিবার ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত এ সম্মেলনের কার্যক্রম চলবে। বৈশ্বিক উষ্ণাতা হ্রাস এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়ে ১৩ দিনব্যাপী আলোচনা হবে। এ সম্মেলনে বিশ্বের ১৯৮টি দেশের প্রায় ৭০ হাজার মানুষ অংশ নেবেন। যুক্তরাষ্ট্রেভিত্তিক সাপ্তাহিক সংবাদমাধ্যম ট্রেসি প্রেস এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ে জাতিসংঘের জলবায়ু বিষয়ক কপের দুই সপ্তাহ ব্যাপী আলোচনা শুরু হয়েছে। বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলছে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক তাপমাত্রা পর্যবেক্ষণ করে জাতিসংঘ বলেছে, পৃথিবীর ইতিহাসে এ বছর সবচেয়ে উষ্ণ হতে পারে। এই পরিস্থিতিতে বৈশ্বিক উষ্ণতা হ্রাস এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, এ সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রিটেনের রাজা চার্লসসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করবেন। এ সম্মেলনে বিশ্ব নেতারা পরিবেশের দূষণ কমানোর উপায় খুঁজবে। তবে কপের ২৮তম সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস থাকবেন না৷

খবরে বলা হয়েছে, কপ-২৮ সম্মেলনকে সর্বকালের বৃহত্তম জলবায়ু সমাবেশ বলা হয়েছে। কারণ এটি গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ আকারে আয়োজন করা হয়েছে। জাতিসংঘ ও সংযুক্ত আরব আমিরাতের বলছে, জলবায়ু সংকট সমাধানে প্যারিসে ২০১৫ সালে আয়োজিত কপ-২৭ সম্মেলনের চেয়ে বেশি গুরুত্ব বহন করবে।

এবার কপ ২৮-এ বৈশ্বিক মজুতদার নিয়ে আলোচনা করা হবে। আগেরবার জলবায়ু সংক্রান্ত কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তার তথ্য সংগ্রহ করা হবে। এর প্রতিবন্ধকতা কী ছিল সেগুলো চিহ্নিত করা হবে। এর ফলে প্যারিস চুক্তি বাস্তবায়ন কতটুকু সম্ভব হয়েছে তা মূল্যায়ন করা যাবে। এর আলোকে নতুন পরিকল্পনা করতে সহজ হবে বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, বিশ্ব নেতাদের উচিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে বন্ধ করা। কারণ কিছু শক্তিশালী দেশ বৈশ্বিক তাপমাত্রা কমানোর পূর্ববর্তী আলোচনাকে বাধাগ্রস্ত করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জীবাশ্ম জ্বালানি নির্গমনকে ‘শূন্যে’ নামিয়ে আনার জন্য কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। তারা বলছেন, জলবায়ু সংকট থেকে বিশ্বকে বাঁচাতে এবং বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। এ জন্য ২০২৫ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। তাছাড়া তাপমাত্রা বৃদ্ধি করে এমন বিনিয়োগ বন্ধ করতে করতে হবে।

/এসএইচএম/
সম্পর্কিত
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
ভারত-পাকিস্তান সংঘাত: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ