X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হুথিদের আবার ‘সন্ত্রাসী’ তকমা দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪, ০৪:০৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৩:৩২

মধ্যপ্রাচ্য সংকট প্রকট হচ্ছে দিন দিন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত তিন মাস ধরে বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। একে কেন্দ্র করে হামাস-ইসরায়েল সংঘাত, হিজবুল্লাহ-ইসরায়েল পাল্টাপাল্টি গোলাবর্ষণ, লোহিত সাগরে নৌযানে হুথিদের হামলা এবং ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা এ অঞ্চলকে করে তুলেছে অস্থিতিশীল।

এরই মধ্যে আবার ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এর আগে গত শুক্রবার (১২ জানুয়ারি) ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লোহিত সাগরে জাহাজে বিদ্রোহী হুথিদের হামলার জবাবে সানায় হুথি লক্ষ্যবস্তুতে ওই হামলা চালায় যুক্তরাষ্ট্র। 

ওই হামলার পর হুথিরা হুমকি দেয়, তাদের হামলার লক্ষ্য হলো ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ এবং গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে তারা। লোহিত সাগরে এখন থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

হুথিদের হামলার ভয়ে যুক্তরাষ্ট্র তাদের মালিকানাধীন সব ধরনের জাহাজকে লোহিত সাগর এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে। এর প্রেক্ষিতে বুধবার হুথিদের পুনরায় সন্ত্রাসী তালিকাভুক্ত করার পদক্ষেপ নেয় বাইডেন প্রশাসন।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে বলেছেন, হুথিরা ক্রমাগত হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ‘আনসারুল্লাহ’ নামে পরিচিত হুথি গোষ্ঠীকে বিশেষভাবে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে।

জ্যাক সুলিভান আরও বলেন, এই উপাধি হুথিদের সন্ত্রাসী তহবিল থেকে বিচ্ছিন্ন করার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এ সিদ্ধান্ত আর্থিক বাজারে তাদের প্রবেশাধিকার আরও সীমিত করা এবং তাদের কর্মের জন্য তাদের জবাবদিহি করা। 

তবে এই উপাধি ৩০ দিনের জন্য কার্যকর হবে না। যদি হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে তাদের আক্রমণ বন্ধ করে, তাহলে যুক্তরাষ্ট্র অবিলম্বে এটা পুনর্মূল্যায়ন করবে বলে জানান তিনি।

এ বিষয়ে হুথি সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম আলজাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন উপাধি লোহিত সাগর, আরব সাগর এবং বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করা ইসরায়েলি জাহাজ বা ইসরায়েলগামী জাহাজগুলোকে আটকানোর অভিযানে কোনও ধরনের প্রভাব ফেলবে না।

হুথি সংগঠন ফিলিস্তিনের জনগণকে সমর্থন দিতে তাদের অবস্থান থেকে পিছপা হবে না বলে জানিয়ে দেন মোহাম্মদ আবদুল সালাম।

এর আগে ২০২১ সালের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মেয়াদ শেষের আগের দিন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুতিদের কালো তালিকাভুক্ত করেন।

/এনএআর/
সম্পর্কিত
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড