জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় চলমান হামাস-ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতি আহ্বানের প্রস্তাবের যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় নিন্দা জানিয়েছে চীন। বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ‘ভুল বার্তা’ দেবে এবং চলমান হত্যাযজ্ঞে কার্যকরভাবে একটি সবুজ সংকেত দেবে। বুধবার (২১ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ওয়াশিংটন দাবি করেছে, আলজেরিয়ার প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব গাজায় যুদ্ধ বন্ধের আলোচনাকে জটিলতায় ফেলবে। যুক্তরাষ্ট্র নিজেই একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে। এতে অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে সব জিম্মিদের মুক্তির শর্তের কথা বলা হয়েছে। এছাড়া রাফাতে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে।
আলজেরিয়ার খসড়া প্রস্তাবে ভেটো দেওয়ায় বিভিন্ন দেশের সমালোচনার মুখে রয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য প্রস্তাবটি সমর্থন করে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে আর ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য।
মার্কিন ভেটো ক্ষমতা প্রয়োগের পর জাতিসংঘে নিযুক্ত চীনা দূত ঝাং জুন বলেছেন, আলজেরিয়ার প্রস্তাব চলমান কূটনৈতিক আলোচনায় হস্তক্ষেপ করবে বলে যে দাবি করা হচ্ছে তা একেবারে অসমর্থনযোগ্য।
তিনি বলেন, সরেজমিন পরিস্থিতির বিচারে অবিলম্বে যুদ্ধবিরতি পরোক্ষাভাবে এড়িয়ে যাওয়া চলমান হত্যাযজ্ঞ চালিয়ে একটি সবুজ সংকেত দেওয়া ব্যতিরেকে কিছু না।
তিনি আরও বলেন, গাজা যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। যা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে। গাজা যুদ্ধের উত্তেজনা নিরসনের মাধ্যমে আমরা পুরো অঞ্চলে নরকের আগুন নেভাবে পারি।
আলজেরিয়ার জাতিসংঘ দূত আমার বেন্ডজামা বলেছেন, দুর্ভাগ্যবশত নিরাপত্তা পরিষদ আরও একবার ব্যর্থ হয়েছে। আপনার বিবেককে পরীক্ষা করে দেখুন, ইতিহাস আপনাকে কীভাবে বিচার করবে।
যুক্তরাষ্ট্রের মিত্ররাও এই ভেটোর সমালোচনা করেছে। জাতিসংঘে নিযুক্ত ফরাসি দূত প্রস্তাবটি গ্রহীত না হওয়ায় খেদ প্রকাশ করেছেন।
তবে জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড দাবি করেছেন, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর উপযুক্ত সময় নয় এখন। হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা এখনও চলছে।