X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
ইরানি হুমকিতে উত্তেজনা

মধ্যপ্রাচ্যকে সংযম প্রদর্শনের আহ্বান জানালো রাশিয়া ও জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৪, ২২:১৫আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ২২:১৫

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) এই আহ্বান জানায় দেশ দুটি। সিরিয়া দামেস্কে দূতাবাসে হামলার পর ইসরায়েলে ইরানি পাল্টা হামলার হুমকিতে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়ানো উত্তেজনার মধ্যে তেল আবিব বলেছে, নিরাপত্তার জন্য সব প্রয়োজনীয়তার প্রস্তুতি নিচ্ছে তারা। ব্রিটিশ  বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানে ফ্লাইট পরিচালনাকারী মাত্র দুটি পশ্চিমা এয়ারলাইনের একটি– জার্মান এয়ারলাইন লুফথানসা বৃহস্পতিবার দেশটিতে বিমান চলাচল আরও দুই দিনের জন্য স্থগিত করেছে। রাশিয়া নিজেদের নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে।

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় ইরানের সাত সামরিক কর্মকর্তা নিহত হন। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন। তেহরান এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এই ঘটনাকে ঘিরে গাজা যুদ্ধে এমনিতেই উত্তেজনায় থাকা মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতির শঙ্কা দেখা দিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে অন্যত্র নিরাপত্তারও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

একটি বিমানঘাঁটি সফরের পর তিনি বলেছেন, যারা আমাদের ক্ষতি করবে, আমরা তাদের ক্ষতি করব। ইসরায়েল রাষ্ট্রের সব ধরনের রক্ষণাত্মক ও আক্রমণাত্মক নিরাপত্তা প্রয়োজনীয়তা পূরণের জন্য আমরা প্রস্তুত।

গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। লেবানন, ইয়েমেন ও ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনিদের সমর্থনে হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে আসছে তেহরান। তবে এসব গোষ্ঠীগুলোকে সহযোগিতা দিয়ে আসছে দেশটি।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে উত্তেজনার তীব্রতা বৃদ্ধি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইসরায়েল, লেবানন ও ফিলিস্তিনি ভূখণ্ড ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

এক সংবাদ সম্মেলনে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই মুহূর্তে সবার উচিত সংযম বজায় রাখা, এমন কিছু করা উচিত হবে না যাতে করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল হয়।

১ এপ্রিলের হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। তবে বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুমকি দিয়েছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। জবাবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে ইরানের মাটিতে হামলার পাল্টা হুমকি দিয়েছেন।

ইসরায়েলে বড় হামলার হুমকি দিয়েছে ইরান, বলছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেছেন, ইসরায়েলে বড় হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তিনি নেতানিয়াহুকে বলেছেন, ইরান ও দেশটির প্রক্সিদের এই হুমকির বিরুদ্ধে ইসরায়েল নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লৌহদৃঢ়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক ফোনালাপে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে স্পষ্ট করে বলেছেন, ইরানের হুমকি মোকাবিলায় ইসরায়েলের পাশে থাকবে ওয়াশিংটন।

বুধবার মার্কিন ও ইসরায়েলের গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা মনে করে, ইরান বা ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে ইসরায়েলের সামরিক ও সরকারি স্থাপনায় যেকোনও সময় বড় ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা হতে পারে।

 

/এএ/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
সীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের