অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে হামাসের এক কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। সোমবার (১০ জুন) এক বিবৃতিতে হামাস জানিয়েছে, রামাল্লার কাছের একটি গ্রামে তাদের কমান্ডারসহ চার যোদ্ধা নিহত হয়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে।
হামাসের ওই কমান্ডারের নাম মোহাম্মদ জাবের আবদো। পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তরের কাছেই ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। বিশেষ করে সহিংস বিক্ষোভ ও ইসরায়েলি গ্রেফতার অভিযানের সময় সংঘর্ষে হতাহতের সংখ্যাও বাড়ছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ৫৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রামাল্লার কাছাকাছি একটি ইহুদি বসতিতে হামলার জন্য অভিযুক্ত এক সন্দেহভাজনকে খুঁজে বের করেছে তারা।
এছাড়া রাফাহ শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে চার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
এদিকে, গাজার একটি আবাসিক ভবনে ইসরায়েল বাহিনীর হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে। এমন এক সময় এ হামলার খবর জানা গেল, যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে।