সিরিয়ার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২ জন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৬ জুন) রাতে এই হামলা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
প্রতিবেদনটিতে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘ওইদিন রাত প্রায় ১১ টা ৪০ মিনিটে ইসরায়েলি শত্রুরা গোলান হাইটস থেকে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায়। এসময় আমাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা শত্রুর ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দেয়।’
কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে দেশটিতে এই ধরনের অভিযান জোরদার করেছে তারা।