যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সফর করবেন। রবিবার (১৪ জুলাই) এই সফরে তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির আহ্বান জানাবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন ল্যামি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে একটি বিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনীয় পথ প্রতিষ্ঠার পক্ষে তিনি মত তুলে ধরবেন।
ল্যামি বলেছেন, গাজায় মৃত্যু ও ধ্বংস সহ্য করা যায় না। এই যুদ্ধ এখনই শেষ করতে হবে। উভয় পক্ষের সম্মতিতে অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত।
নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাজ্যের ৬৮০ টন ত্রাণ গাজায় প্রবেশের বিষয়ে ল্যামি আলোচনা করবেন বলে জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
জুলাই মাসের প্রথম সপ্তাহে ল্যামির লেবার পার্টি বিপুল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় অসন্তোষ থাকা সত্ত্বেও গাজা নিয়ে দলটি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা তাদের মনোযোগে থাকবে।
লেবার পার্টি একটি দ্বি-রাষ্ট্র সমাধানের প্রক্রিয়া পুনরায় শুরু করার ক্ষেত্রে অবদান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।