অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৮ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জেনিনের গভর্নর এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
রয়টার্সকে গভর্নর কামাল আবু আল-রুব বলেছেন, কাবাতিয়ার অবকাঠামো ধ্বংস করার পর সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলি বাহিনী।
তবে, এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। প্রায় প্রতিদিনই সেখানে ইসরায়েলি বাহিনীর অভিযান চলে। এসব অভিযানে এপর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে নিয়মিত বন্দুকযুদ্ধও হচ্ছে।