X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করলেন সিরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ১৭:৩৭আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৭:৩৭

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন। শনিবার (২৯ মার্চ) ২৩ জন মন্ত্রীকে মন্ত্রিসভায় নিয়োগ দেওয়া হয়েছে। পরিবহনমন্ত্রী হিসেবে আলাওয়ি সম্প্রদায়ের ইয়ারুব বদর এবং কৃষি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দ্রুজ সম্প্রদায়ের আমজাদ বদরকে নিয়োগ দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক ভাষণে আল-শারাআ বলেন, নতুন সরকার গঠন আমাদের সম্মিলিত ইচ্ছার ঘোষণা, যা একটি নতুন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি বহন করে।

এই সরকারে কোনও প্রধানমন্ত্রী থাকছে না এবং নির্বাহী শাখার নেতৃত্ব দেবেন আল-শারাআ নিজেই।

লেবাননের রাজধানী বৈরুত থেকে আল জাজিরার রেসুল সরদার জানান, আল-শারাআ ‘সিরিয়ার জনগণ ও বিশ্বকে দেখাতে চাইছেন যে নতুন সরকার দেশটির বিভিন্ন সম্প্রদায়কে অর্ন্তভূক্ত করছে।’

এর আগে মানুষ প্রেসিডেন্টের সমালোচনা করছিল যে, তিনি তার সমস্ত ঘনিষ্ঠ বন্ধুদেরই তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

পশ্চিমা দেশ ও আরব রাষ্ট্রগুলোর চাপের মুখে সিরিয়ার নতুন শাসকগোষ্ঠীকে এমন একটি সরকার গঠন করতে বলা হয়েছিল, যা দেশের বিভিন্ন জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করবে।

এই চাপ আরও বেড়ে যায় যখন চলতি মাসে সিরিয়ার পশ্চিম উপকূলে সহিংসতায় শত শত আলাওয়ি বেসামরিক নাগরিক নিহত হন। এই আলাওয়ি সম্প্রদায় থেকেই ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এসেছিলেন।

খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য এবং দীর্ঘদিন ধরে আসাদ-বিরোধী হিসেবে পরিচিত সিরিয়ার প্রবীণ বিরোধী নেতা হিন্দ কাবাওয়াতকে সমাজকল্যাণ ও শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হলেন প্রথম নারী, যাকে আল-শারাআ মন্ত্রীসভায় নিয়োগ দিয়েছেন।

মোহাম্মদ ইয়সর বারনিহকে অর্থমন্ত্রী করা হয়েছে। মুরহাফ আবু কাসরা ও আসাদ আল-শিবানিকে যথাক্রমে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। তারা দুজনই পূর্ববর্তী তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার সদস্য ছিলেন।

আসাদ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর, আল-শারাআর নেতৃত্বে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা ডিসেম্বর থেকে সিরিয়া শাসন করে আসছে। জানুয়ারিতে, আল-শারাআকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। ওই সময় তিনি প্রতিশ্রুতি দেন যে, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবেন, যা সিরিয়ার বিধ্বস্ত জনপ্রশাসন পুনর্গঠনের পাশাপাশি আগামী পাঁচ বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে, যতক্ষণ না নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়।

আল-শারাআ জানান, প্রথমবারের মতো তিনি একটি জরুরি পরিস্থিতি ও দুর্যোগ মন্ত্রণালয় গঠন করেছেন এবং এর প্রধান হিসেবে হোয়াইট হেলমেটস-এর নেতা রায়েদ আল-সালেহকে নিয়োগ করা হয়েছে। আল সালেহ বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় উদ্ধারকর্মী হিসেবে কাজ করছিলেন।

/এস/
সম্পর্কিত
মার্কিন শুল্কনীতিকে ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করলেন ম্যাক্রোঁ
হার্ভার্ডে ইহুদি ও ইসরায়েলি শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘনের আলামত পেয়েছে ট্রাম্প প্রশাসন: প্রতিবেদন
ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৯৩৫: ইরান
সর্বশেষ খবর
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ