X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ও ঢাকায় ১৩ বাংলাদেশি আটক, সরকার উৎখাতের পরিকল্পনা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৬, ১৬:১১আপডেট : ০৩ মে ২০১৬, ১৯:২৮

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরে ৮ বাংলাদেশি আটক

দেশে ফিরে সরকার উৎখাতের পরিকল্পনা করছিলেন এমন ৮ বাংলাদেশি নাগরিককে জঙ্গি সন্দেহে আটক করেছে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ। গত এপ্রিলে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আওতায় তাদের আটক করা হয়। মঙ্গলবার (৩ মে) সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই বাংলাদেশিদের আটকের ঘোষণা দেওয়া হয়। এদিকে একইদিন সকাল সাড়ে ১১টায় রাজধানীর বনশ্রী থেকে সিঙ্গাপুর ফেরত ৫ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিঙ্গাপুরে আটক বাংলাদেশিদের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।

সিঙ্গাপুরে আটক ৮ বাংলাদেশি

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, আটক হওয়া ওই আট বাংলাদেশি দাবি করেছেন তারা ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি) এর সদস্য। গত মার্চে সিঙ্গাপুরে তারা সংগঠনটি গড়ে তোলেন। সিরিয়া ও ইরাকে তৎপর থাকা সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস এর হয়ে লড়াই করার জন্য সশস্ত্র গোষ্ঠীটিতে যোগদানের পরিকল্পনা করেছিলেন ওই বাংলাদেশিরা। তবে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোটা কঠিন হয়ে পড়ার কারণে শেষ পর্যন্ত তারা মত পাল্টান। গড়ে তোলেন নতুন পরিকল্পনা। ওই আট বাংলাদেশি দেশে ফিরে সহিংস কর্মকাণ্ডের মধ্য দিয়ে সরকার উৎখাত, একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তা ইরাক ও সিরিয়ায় আইএস ঘোষিত খেলাফতের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেন।

ওই আটজনের নাম হলো: রহমান মিজানুর (৩১), মামুন লিয়াকত আলী (২৯), সোহাগ ইব্রাহীম (২৭), মিয়া রুবেল (২৬) জামান দৌলত (৩৪), ইসলাম শরিফুল (২৭), নুরুল ইসলাম সওদাগর (৩০), সোহেল হাওলাদার (২৯)।

স্ট্রেইট টাইমস জানায়, ওই আটজনের মধ্যে রহমান মিজানুর নামের একজন এস-পাস হোল্ডার। বাকিরা সবাই ওয়ার্ক পারমিট নিয়ে সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। তারা সবাই স্থানীয় কনস্ট্রাকশন কোম্পানি ও নৌ শিল্পখাতে কাজ করছিলেন। এদের বয়স ২৬-৩৪ বছরের মধ্যে।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইএসবি’র ওপর ধরপাকড়ের অংশ হিসেবে আরও ৫ সন্দেহভাজন বাংলাদেশির ওপর অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আওতায় তদন্ত চালানো হয়। তবে আইএসবির সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, সিঙ্গাপুরে আটক বাংলাদেশিদের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই।

  রহমান মিজানুর ইসলামিক স্টেট অব বাংলাদেশ নামে দলটি প্রতিষ্ঠা করেন

রাজধানীর বনশ্রী থেকে ৫ জঙ্গি গ্রেফতার

এদিকে মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বনশ্রী এলাকা থেকে ৫ জঙ্গিকে গ্রেফতার করেছে ডিএমপ'র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন মিজানুর রহমান ওরফে গালিব হাসান (৩৮), রাহা মিয়া পাইলট (২৯), আলমগীর হোসেন (৩১), তানজিমুল ইসলাম (২৪) ও মাসুদ রানা ওরফে সন্টু খান (৩১)। পুলিশ জানায়, এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদ সম্বলিত কিছু পুস্তক ও পাসপোর্ট উদ্ধার করা হয় । সম্প্রতি তারা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছেন বলে পুলিশ জানায়। সূত্র: স্ট্রেইট টাইমস, এশিয়া নিউজ

আগেও আটক হয়েছিলেন ২৭ জন

এর আগে গত জানুয়ারিতেও সিঙ্গাপুরে জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) অনুগত ২৭ বাংলাদেশিকে আটকের খবর প্রকাশিত হয়। ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাদের আটক করা হয়। সে সময়  সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সে সময় নিউজ এশিয়ার খবরে বলা হয়, আটককৃতদের মধ্যে ২৬ বাংলাদেশি নিয়মিত সাপ্তাহিক ভিত্তিতে পাঠচক্র চালাতেন। সেখানে তারা চরমপন্থী ধারণা ও মতামত নিয়ে আলাপ-আলোচনা করতেন। এ সংক্রান্ত বিভিন্ন বইপত্রও বিনিময় করতেন তারা। ওই ২৬ জনের অনেকেই মধ্যপ্রাচ্যে গিয়ে জেহাদি কর্মকাণ্ডে অংশ নেওয়ার স্বপ্ন দেখতেন। একইসঙ্গে তাদের ইচ্ছে ছিলো, বাংলাদেশে ফিরে এসে সরকারের বিরুদ্ধে সশস্ত্র জেহাদি কর্মকাণ্ডে অংশ নেয়া।

সিঙ্গাপুর থেকে ফেরত পাঁচ বাংলাদেশি গ্রেফতার

/এমআর/এফইউ/বিএ/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
৯ মাসে বৈদেশিক সহায়তা এলো কতটুকু
৯ মাসে বৈদেশিক সহায়তা এলো কতটুকু
দেশীয় অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
দেশীয় অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ