X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১
আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ

তিস্তা চুক্তির পথ সুগম করতেই বাংলাদেশের ইলিশ-কূটনীতি!

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৬, ০৯:১৪আপডেট : ২৬ মে ২০১৬, ১৩:৪৫
image

ফাইল ছবি: মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনা আগেও কলকাতার বিশিষ্টজনদের জন্য উপহার হিসেবে ইলিশ মাছ পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাঠানো ইলিশের পরিমাণটা (২০ কেজি) নাকি অন্য যে কোনও সময়ের চেয়ে আলাদা। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, বাংলাদেশ থেকে আগে কারও জন্য ২০ কেজি ইলিশ ভারতে গেছে কিনা, তা তারা মনে করতে পারছেন না। আনন্দবাজার একে বাংলাদেশের ইলিশ কূটনীতি বলছে। তাদের দাবি, এর মধ্য দিয়ে তিস্তা চুক্তির পথ সুগম করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রেড রোডে মমতার শপথ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে থাকবেন কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহাদও। একজন কূটনীতিকের বরাতে আনন্দবাজার জানায়, ‘একই সঙ্গে পদ্মার ইলিশ আর শিল্পমন্ত্রীকে পাঠিয়ে হাসিনা কলকাতা-ঢাকা সৌহার্দ্য এবং বিকাশের বার্তাই দিতে চাইছেন।’ আর ডেপুটি হাইকমিশনার জকি আহাদ আনন্দবাজারকে বলেন, ‘দিদির ইতিবাচক ভূমিকায় বাংলাদেশের সঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলেই বিশ্বাস।’
আনন্দবাজার পত্রিকার দাবি, এই বিশ্বাসে ভর করেই ঢাকা যে নতুন করে মমতার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছে, তার প্রমাণ এই ইলিশ-কূটনীতি। গত বছর জুনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশ সফরে এসেছিলেন মমতা। তিনি ইলিশ পাঠানোর পথ সুগম করার অনুরোধ করেছিলেন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, তিস্তার জল এলে পদ্মার ইলিশও যাবে।
এবার ইলিশ পাঠিয়ে কি তিস্তার জলের কথাই আবার মনে করিয়ে দিলেন শেখ হাসিনা?
উল্লেখ্য, ২০১১-এর সেপ্টেম্বরে তিস্তা জল চুক্তি নিয়ে আপত্তি তুলে মনমোহন সিংহের সঙ্গে তাঁর বাংলাদেশ সফর বাতিল করেন মমতা। আটকে যায় তিস্তা চুক্তি। ফলে মমতার প্রতি অসন্তুষ্টও হয় বাংলাদেশের একাংশ। কিন্তু গত বছর জুনে নরেন্দ্র মোদীর সঙ্গে ঢাকা সফরে গিয়ে সেই ক্ষত অনেকটা মেরামত করে ফেলেন মমতা। 

সেই সফরেই মমতা যখন রাজ্যে পদ্মার ইলিশ পাঠানোর পথ সুগম করতে অনুরোধ করেছিলেন, তখনই পাল্টা পানির দাবি তুলেছিল বাংলাদেশ। তিস্তা সমস্যা এখনও মেটেনি। তবে আস্থা আর বিশ্বাসে ভর করেই সেই দাবি মিটবে বলে আশা করছে ঢাকা। এক প্রাক্তন কূটনীতিক আনন্দবাজারকে বলেন, ‘দিদিকে ইলিশ পাঠিয়ে আসলে তিস্তার জলের কথাই মনে করিয়ে দিয়েছেন হাসিনা।’ আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাআনন্দবাজার পত্রিকাকে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যবাসীর প্রত্যাশা অনেক। ঢাকাও দিদির দিকে তাকিয়ে।’ সূত্র: আনন্দবাজার

/বিএ/ 

সম্পর্কিত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোদির ভারতে কেমন আছেন মুসলিমরা?
লোকসভা নির্বাচন: আজ থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?