X
রবিবার, ২৫ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২
জঙ্গি তৎপরতায় অর্থ সংগ্রহ ও যোগানের কথা স্বীকার!

সিঙ্গাপুরে আটক ছয় বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৬, ১৫:৩১আপডেট : ২৭ মে ২০১৬, ১৫:৪৩
image

ছবিতে উপরে বাম থেকে সন্দেহভাজন হোতা রহমান মিজানুর, মিয়া রুবেল, নুরুল ইসলাম সওদাগর, সোহেল হাওলাদার, জামান দৌলত ও মামুন লিয়াকত আলী গত এপ্রিলে সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে আটক হওয়া ৮ বাংলাদেশির মধ্যে ৬ জন জঙ্গিবাদে আর্থিক মদদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস খবরটি নিশ্চিত করেছে।

স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, শুক্রবার ওই ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনের আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটির সন্ত্রাসবিরোধী আইনে প্রথমবারের মতো কোনও বাংলাদেশি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।

উল্লেখ্য, এ বছর এপ্রিলে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আওতায় ৮ বাংলাদেশিকে আটক করা হয়। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের তখনকার এক প্রতিবেদনে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, আটক হওয়া ওই আট বাংলাদেশি দাবি করেছেন তারা ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি) এর সদস্য। গত মার্চে সিঙ্গাপুরে তারা সংগঠনটি গড়ে তোলেন। সিরিয়া ও ইরাকে তৎপর থাকা সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস এর হয়ে লড়াই করার জন্য সশস্ত্র গোষ্ঠীটিতে যোগদানের পরিকল্পনা করেছিলেন ওই বাংলাদেশিরা। তবে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোটা কঠিন হয়ে পড়ার কারণে শেষ পর্যন্ত তারা মত পাল্টান। গড়ে তোলেন নতুন পরিকল্পনা। ওই আট বাংলাদেশি দেশে ফিরে সহিংস কর্মকাণ্ডের মধ্য দিয়ে সরকার উৎখাত, একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তা ইরাক ও সিরিয়ায় আইএস ঘোষিত খেলাফতের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেন।

ওই আটজনের নাম হলো: রহমান মিজানুর (৩১), মামুন লিয়াকত আলী (২৯), সোহাগ ইব্রাহীম (২৭), মিয়া রুবেল (২৬) জামান দৌলত (৩৪), ইসলাম শরিফুল (২৭), নুরুল ইসলাম সওদাগর (৩০), সোহেল হাওলাদার (২৯)। এদিকে স্ট্রেইট টাইমসের ২৭ মে তারিখের (শুক্রবার) প্রতিবেদনে বলা হয়েছে ওই আটজনের মধ্যে রহমান মিজানুর (৩১), মামুন লিয়াকত আলী (২৯),মিয়া রুবেল (২৬) জামান দৌলত (৩৪),নুরুল ইসলাম সওদাগর (৩০), সোহেল হাওলাদার (২৯) নামের ছয় সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোহাগ ইব্রাহীম (২৭) ও ইসলাম শরিফুল (২৭) নামের বাকি দুইজনের ব্যাপারে কী সিদ্ধান্ত হয়েছে, স্ট্রেইট টাইমসের প্রতিবেদন থেকে তা জানা যায়নি।

স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার স্থানীয় সময় দুপুর দুইটায় তাদের আদালতে হাজির করা হয়। ৩১ মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ছয়জন জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ করেন এবং অর্থ যোগান দেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে রহমান মিজানুর নামের ব্যক্তিকে মূল হোতা বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর ওই ৬ জনের মধ্যে মিয়া রুবেল ও নুরুল ইসলাম সওদাগর সন্ত্রাসী কর্মকাণ্ডের আর্থিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বলেও অভিযোগে উল্লেখ করা হয়। স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, এদের মধ্যে মামুন লিয়াকত আলী ছাড়া বাকি সবাই দোষ স্বীকার করবেন বলে জানিয়েছেন। আসছে ৩১ মে শুনানিতে তারা দোষ স্বীকার করবেন। আর মামুনকে ৯ তারিখে আদালতে নেওয়ার আগে আরও জিজ্ঞাসবাদ করা হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার পর ২০০২ সালে সিঙ্গাপুরের সন্ত্রাসবিরোধী আইন পাস হয়। আর ৮ এপ্রিল থেকে ওই ৬ বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। সিঙ্গাপুর পুলিশের একজন মুখপাত্র স্ট্রেইট টাইমসকে বলেছেন, জঙ্গিবাদে আর্থিক মদদ দেওয়ার বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে বিচার করে সিঙ্গাপুর। সূত্র: স্ট্রেইট টাইমস

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের তিন উইকেট, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শেষ দিল্লির
মোস্তাফিজের তিন উইকেট, পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শেষ দিল্লির
হামজাদের স্বপ্ন ভেঙে আট বছর পর প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড
হামজাদের স্বপ্ন ভেঙে আট বছর পর প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে জার্মান সেনা, বিবেচনায় বাধ্যতামূলক যোগদান নীতি
বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে জার্মান সেনা, বিবেচনায় বাধ্যতামূলক যোগদান নীতি
সর্বাধিক পঠিত
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা