X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

স্কাইপে সংবাদ সম্মেলন করা হচ্ছে না জাকির নায়েকের

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০১৬, ১৩:২৩আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৩:২৩
image

জাকির নায়েক আপাতত দেশে ফেরার পরিকল্পনা বাতিলের পর এবার স্কাইপ-এর মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে নির্ধারিত ভিডিও কনফারেন্সও বাতিল করতে বাধ্য হলেন ভারতের বিতর্কিত ইসলামী চিন্তাবিদ জাকির নায়েক। বুধবার তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন জানিয়েছিল, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে অংশ নেবেন জাকির। তবে একই প্রতিষ্ঠানের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো পরে জানায়, যে ভেন্যুতে ভিডিও কনফারেন্স আয়োজনের জন্য কথা ছিল, সেখানকার কর্তৃপক্ষ শেষ মুহূর্তে অনুমতি প্রত্যাহার করে নেওয়ায় এ কর্মসূচি বাতিল করা হয়েছে।
সৌদি আরবে ওমরাহ পালনশেষে দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ মুহূর্তে তা বাতিল করেন জাকির। পরে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, লেকচারের কাজে আফ্রিকা যাবেন জাকির। আর সেকারণে ভারতে ফিরতে তার দুই-তিন সপ্তাহ সময় লাগবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, বৃহস্পতিবার বিদেশ থেকে স্কাইপ-এর মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হবেন এ বিতর্কিত চিন্তাবিদ। দক্ষিণ মুম্বাইয়ের মেহফিল হলে ভিডিও কনফারেন্স হওয়ার কথা জানানো হয়েছিল। তবে শেষ মুহূর্তে সে কনফারেন্সও বাতিল করতে হয়। ফাউন্ডেশনের অভিযোগ, বুধবার রাতে হঠাৎ করে মেহফিল হল কর্তৃপক্ষ অনুমতি প্রত্যাহার করে নেয়।

এছাড়া তিনটি ফাইভ স্টার হোটেল এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডব্লিউটিসি)-এর মতো অন্তত চারটি জায়গায় স্কাইপ-এর মাধ্যমে জাকিরের সাংবাদিক বৈঠকের অনুমতি পাওয়া যায়নি। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ডব্লিউটিসি-র অনুমতি পাওয়া গেলেও বুধবার তা বাতিল করে দেওয়া হয়।

এই ঘটনাকে একেবারেই অন্যায্য ও অসঙ্গত উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন জাকিরের সংস্থার মুখপাত্র।

উল্লেখ্য, গুলশান হামলাকারীদের মধ্যে অন্তত দুইজন জাকির নায়েককে অনুসরণ করতেন বলে অভিযোগ ওঠার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। জাকিরের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার অভিযোগ ওঠে। ভারতে জাকির নায়েকের পিস টিভি দেখানো বন্ধের দাবি ওঠে। দাবির মুখে, জাকিরের বয়ানগুলোকে তদন্তের আওতায় আনা হয়। বাংলাদেশেও পিস টিভি বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে বরাবরই সন্ত্রাসবাদে উসকানির অভিযোগ অস্বীকার করে আসছেন জাকির নায়েক। সূত্র: জি নিউজ, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ

 

/এফইউ/বিএ/

সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষ্ট করা হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষ্ট করা হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড