X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘তুরস্কের অভ্যুত্থান প্রচেষ্টার কথা আগে থেকেই জানত যুক্তরাষ্ট্র’

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৬, ০৯:৫৬আপডেট : ২১ জুলাই ২০১৬, ১০:০৩

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা নেটওয়ার্কের সাবেক পরিচালক এবং মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন সার্ক ফোরামের প্রধান ওয়াদা খানফার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত যে তুরস্কে অভ্যুত্থানের প্রচেষ্টা হতে পারে।

‘তুরস্কের অভ্যুত্থান প্রচেষ্টার কথা আগে থেকেই জানত যুক্তরাষ্ট্র’ তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অজান্তে অথবা তাদেরকে আড়ালে রেখে এই ধরনের একটা অভ্যুত্থান প্রচেষ্টা সম্ভব নয়।’ ফরেন পলিসি ম্যাগাজিনের ২০১১ সালের তালিকা অনুযায়ী বিশ্বের প্রধান ১০০ চিন্তাবিদের একজন হিসেবে স্খীকৃত খানফার বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের অংশ এবং তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। আমরা জানি সামরিক ঘাঁটি নিয়ে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয় রয়েছে এবং সেখানে কাজ করা তুর্কিদের সঙ্গে আমেরিকানরাও আছে।’
ফিলিস্তিনের জেনিনে জন্ম নেওয়া এই বিশ্বখ্যাত চিন্তাবিদ আরও বলেন, ‘আমি মনে করি না যে আমেরিকা এই অভ্যুত্থান প্রচেস্টা সম্পর্কে কিছুই জানত না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগেই ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় মার্কিন সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করেছিলেন। ওয়াদা খানফার বলেন, ‘তার দিক থেকে এটাই প্রত্যাশিত ছিল’। অভ্যুত্থান প্রচেষ্টার সময় এক বিবৃতিতে জন কেরি তুরস্কে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার কথা বলেন। এ সম্পর্কে খানফার বলেন, ‘কেরির প্রথম বিবৃতিতে  দ্বিধাগ্রস্ততা ধরা পড়েছে। যখন তিনি নিশ্চিত হয়েছেন যে এই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে, তখন সুর পাল্টিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামাসহ অন্যান্য মার্কিন কর্মকর্তা তুরস্কের কথিত গণতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন জারি রাখার কথা বলেন।’
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থান ঘটিয়ে দেশের শাসনভার নেওয়ার দাবি করে, যা দেশটির টেলিভিশনে প্রচার করা হয়। মধ্যরাতে ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবি করে দেশটির সেনাবাহিনীর একাংশ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষার স্বার্থে’ সশস্ত্র বাহিনী তুরস্কের ক্ষমতা দখল করেছে। টেলিভিশনের পর্দায় পড়ে শোনানো ওই বিবৃতিতে বলা হয়, এখন ‘শান্তি পরিষদ’দেশ চালাবে এবং কারফিউ ও সামরিক আইন জারি থাকবে। একই সঙ্গে তুরস্কের বিদ্যমান বৈদেশিক সব সম্পর্ক বহাল থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা প্রাধান্য পাবে। কারফিউর বিরোধিতা করে এরদোয়ানের সমর্থকরা রাস্তায় নেমে এলে সংঘর্ষ শুরু হয়।
শেষ পর্যন্ত সামরিক বাহিনীর সব অংশের সমর্থন না থাকায় এবং ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতায় জনগণ রাস্তায় নেমে এলে বিদ্রোহী সেনাদের উদ্যোগ ভেস্তে যায়। শুরু হয় দ্বিতীয় ক্যু। অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার কথা বলে ভিন্নমতাবলম্বীদের দমন শুরু করেন প্রেসিডেন্ট এরদোয়ান। ব্যর্থ অভ্যুত্থানের পর দ্বিতীয় সেনা অভ্যুত্থানের আশঙ্কায় তুরস্কে বুধবার রেড অ্যালার্ট জারি করা হয়। তুর্কি নেতৃবৃন্দ জানায়, প্রথম দফা ব্যর্থ হওয়ার পর সেনাবাহিনীর একাংশ আবারও অভ্যুত্থান চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে তারা। এজন্য বেশ কিছু সামরিক শাখাকে তাদের ঘাঁটিতে অবরুদ্ধ করে রাখা হয়েছে। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের ইস্তানবুল থেকে আঙ্কারা ফিরে আসা দীর্ঘায়িত করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে না পারায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

/বিএ/ 

সম্পর্কিত
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ