X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

যেভাবে এফবিআই’র স্টিং অপারেশনে গ্রেফতার হন বাংলাদেশি নিলাশ

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৬, ১৩:২৩আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৩:২৩

এফবিআই স্টিং অপারেশন যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নিলাশ মোহাম্মদের বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস)-কে সহযোগিতা এবং সেনা সদস্যকে হত্যার ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই স্টিং অপারেশনের মাধ্যমে তাকে গ্রেফতার করে।

বর্তমানে ২৪ বছর বয়সী নিলাশ ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে যান। তখন তিনি শিশু। গত বছর সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসকে সমর্থন জানিয়ে এফবিআইয়ের নজরদারিতে আসেন নিলাশ। ওই সময় নিলাশ ফ্রান্সের প্যারিসে এবং ক্যালিফোর্নিয়ার সান বারনারডিনোতে আইএসের হামলার প্রশংসা করেন।

এরপর অক্টোবরে নিলাশ মার্কিন সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী এক ব্যক্তির ছবি টুইট করেন। ছবির ক্যাপশনে নিলাশ লিখেন, ‘এই ব্যক্তি মুসলিমদের হত্যায় উৎসাহ দেয়’। ওই ব্যক্তিকে হামলার জন্য তার অনেক ব্যক্তিগত তথ্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন নিলাশ।

জানুয়ারিতে এসে নিলাশ একে-৪৭ অ্যাসল্ট রাইফেলের একটি ছবি পোস্ট করেন। এবার ক্যাপশনে লিখেন, ‘এটা অস্ত্রের চেয়েও বেশি কিছু। এটা জান্নাতে যাওয়ার টিকিট’।

এপ্রিল মাসে এফবিআই জানতে পারে, সন্দেহভাজন নিলাশ প্রিন্স জর্জ কাউন্টিতে হ্যান্ডগান পাওয়ার জন্য নিবন্ধন করেছেন। এ সময় নিলাশ তার এক সহপাঠীকে বলেন যে, তিনি একটি গ্লক নাইনএমএম হ্যান্ডগান ও একে-৪৭ রাইফেল কিনতে চান। ওই সময় নিলাম নিয়মিত শুটিং অনুশীলন শুরু করেন। এছাড়া অস্ত্রের লাইসেন্স পেতে ফিঙ্গার প্রিন্টও জমা দেন।

মে মাসে এসে নিলাশের পরিচয় হয় এফবিআইয়ের এক আন্ডারকাভার এজেন্টের সঙ্গে। ওই এজেন্টকে নিলাশ  জানায়, বিদেশে আইএসের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং এক মার্কিন সেনাকে হত্যা করতে চায়, যার ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশিত হয়েছে। ওই এজেন্ট নিলাশকে জানায়, আইএসের তারও যোগাযোগ রয়েছে। চাইলে নিলাশকে দুটি আগ্নেয়াস্ত্র ব্যবস্থা করে দিতে পারবে। পরে এজেন্ট তাকে একটি আগ্নেয়াস্ত্র দেয়। এফবিআইয়ের দাবি অস্ত্রটি অচল করা ছিল যদিও নিলাশ তা জানত না।

সেপ্টেম্বরের শেষ দিকে নিলাশ ও এফবিআই এজেন্ট ভার্জিনিয়ার একটি অস্ত্রের দোকানে যান। সেখান থেকে নিলাশ নাইনএমএম ও পয়েন্ট ফোরটি ক্যালিবারের গুলি কেনেন। ওই এজেন্ট নিলাশকে হত্যার টার্গেট মার্কিন সেনার ঠিকানা দেয়। কিন্তু মার্কিন সেনার জীবন রক্ষায় নিলাশকে ভুল ঠিকানা দেয় এফবিআই এজেন্ট।

এরপর এজেন্টকে নিয়ে নিলাশ ওই ঠিকানায় উপস্থিত হয়। গুলি লোড করে নিলাশ কোনও এক ব্যক্তিকে টেক্সট মেসেজ পাঠান, যাকে তিনি আইএসের সদস্য মনে করেন। মেসেজে তিনি লিখেন, ‘আমি প্রস্তুত’। গাড়ি থেকে নেমে মার্কিন সেনার অবস্থান লক্ষ্য করে আগাতে গেলেই এফবিআই সদস্যরা তাকে ঘিরে ফেলেন। এ সময় নিলাশ দৌড়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। গ্রেফতার করে আদালতে হাজির করা হয় তাকে।

সোমবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিলাশের বিরুদ্ধে মামলা দায়েরে কথা জানিয়েছে। শনিবার দায়ের করা মামলায় বলা হয়েছে, তিনি এক মার্কিন সেনা সদস্যকে হত্যার ষড়যন্ত্র করছিলেন।

জাস্টিস ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, পুলিশ ইনফর্মারের সহযোগিতায় অস্ত্র কেনার সময় ভার্জিনিয়ার কাছ থেকে গ্রেফতার করা হয় নিলাশকে। সোমবার আদালতে প্রাথমিক শুনানি শেষে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে নিলাশের।

ম্যারিল্যান্ড জেলার অ্যাটর্নি  রব রসেনস্টেইন বিবৃতিতে বলেন, হামলার পূর্বেই সন্দেহভাজন বিপজ্জনক ব্যক্তিদের গ্রেফতার করা আমাদের লক্ষ্য। একই সঙ্গে সাংবিধানিক অধিকার রক্ষা করা। জাস্টিস ডিপার্টমেন্টের কাছ থেকে আমেরিকানরা এটাই প্রত্যাশা করেন এবং আমরা সে উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করি।

সোমবার আদালতে প্রাথমিক শুনানি শেষে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে নিলাশের। ৬ অক্টোবর ডিটেনশনে নেওয়ার জন্য শুনানির দিন ধার্য করা হয়েছে।  সূত্র: ওয়াশিংটন এক্সামিনার।

/এএ/

সম্পর্কিত
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বশেষ খবর
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে সামাজিক বিমা প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড