X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইয়েমেনের সংঘাতে বেসামরিক নিহতের সংখ্যা ১০ হাজার: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ১৮:২৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৯:৫২
image

ইয়েমেন পরিস্থিতি ইয়েমেনে প্রায় দুই বছর ধরে চলমান সংঘাতে কেবল বেসামরিক মৃত্যুর সংখ্যাই ১০ হাজারে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজারে। ইয়েমেনে নিয়োজিত জাতিসংঘের মানবিক সহায়তায় সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) এর কর্মকর্তা জেমি ম্যাকগোল্ডরিক এমন তথ্য জানিয়েছেন। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনও জাতিসংঘের কর্মকর্তা ইয়েমেনের সংঘাতে এতো বিপুল প্রাণহানির সংখ্যা নিশ্চিত করলেন। পাশাপাশি ইয়েমেনের ১ কোটি মানুষের জন্য এখন জরুরি সহায়তার প্রয়োজন বলেও তাগিদ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর প্রতি অনুগত সেনা সদস্যদের সঙ্গে একজোট হয়ে সানাসহ দেশের বড় একটি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই বিভিন্ন সংঘাতে বিধ্বস্ত হয়ে পড়ে ইয়েমেন। ২৬ মার্চ ২০১৫ থেকে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে এ বিমান অভিযান পরিচালনা করা হয়। এর আগে দেশজুড়ে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের উত্থানের মুখে দেশ ছাড়েন মানসুর হাদি।  ক্রমাগত লড়াই আর বিমান হামলার কারণে ইয়েমেনের অনেক বড় বড় এলাকার মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে পারছে না মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো। চিকিৎসা সহায়তাকারী প্রতিষ্ঠান ডক্টরস উইদাউট বর্ডারস এ পরিস্থিতিকে ‘চরম চ্যালেঞ্জিং’ বলে উল্লেখ করে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে সংঘাতের কারণে বেসামরিক প্রাণহানির সংখ্যা ১০ হাজারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ম্যাকগোল্ডরিক। হেলথ ফ্যাসিলিটিজের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের যে তালিকা তৈরি করা হয়েছে তার ভিত্তিতে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আভাস দিয়েছেন ম্যাকগোল্ডরিক।

মঙ্গলবার সকালে আলাদা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, ইয়েমেনের ১ কোটির মতো মানুষের নিরাপত্তা, মর্যাদা এবং মৌলিক অধিকারের সুরক্ষায় তাদের জন্য জরুরি সহায়তা প্রয়োজন।

/এফইউ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক