X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অভিষেকের দিন ওয়াশিংটনে ট্রাম্প-বিরোধী সহিংস বিক্ষোভ, গ্রেফতার ২১৭

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৭, ০৯:০৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০৯:১২
image

অগ্নিসংযোগের পর পুলিশের সতর্ক অবস্থান প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিন ওয়াশিংটনে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক মানুষকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ওয়াংশিংটনের পুলিশ প্রধান পিটার নিউশাম টুইটারে এক ভিডিও বার্তায় জানান, বেশিরভাগ বিক্ষোভকারীই রাস্তায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান। তবে একটি গ্রুপ সহিংস হয়ে উঠে।

পুলিশ জানিয়েছে, সহিংসতা দমনে তারা পিপার স্প্রে ও অন্যান্য উপাদান ব্যবহার করেছে। মেট্রোপলিটন পুলিশ বিভাগের তথ্যমতে, অন্তত ২১৭ জনকে সহিংস বিক্ষোভের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 

ট্রাম্প-বিরোধী বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রে ছুড়ছেন পুলিশ সদস্যরা

এক সংবাদ সম্মেলনে নিউশাম জানান, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ছয় পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। এর মধ্যে বিক্ষোভকারীদের ছোড়া ঢিলে তিনজন মাথায় আঘাত পেয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।

ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিন ওয়াংশিংটনে সকাল থেকেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। নিরাপত্তা বাহিনী অভিষেক অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে নগরীর বিভিন্ন স্থানের রাস্তা বন্ধ করে দেন। 

এছাড়া স্যান ফ্রান্সিসকো এবং নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ হয়েছে। 

গাড়ি ভাঙচুর করছেন এক বিক্ষোভকারী

সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের চিত্র দেখা যায়।

এক বিবৃতিতে পুলিশ জানায়, ওয়াশিংটনের বিভিন্ন এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক বাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। বেশকিছু গাড়ি ভাঙচুর করা হয়। বিকেলের দিকে একটি লিমোজিনে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।

শপথ গ্রহণ ও স্বাগত কুচকাওয়াচের পর হোয়াইট হাউসে যাওয়ার পথে রাস্তার দুই দিকে দুই ভিন্ন চিত্র দেখা যায়। একদিকে, ট্রাম্প-বিরোধীরা স্লোগান দিচ্ছিলেন, বিভিন্ন প্লেকার্ড হাতে তারা প্রতিবাদ জানান। অপরদিকে, ট্রাম্প-সমর্থকরা তাকে স্বাগত জানাচ্ছিলেন। এই দুই পক্ষ বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে আসলেও উত্তপ্ত বাক্য বিনিময় ছাড়া কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মার্কিন সাংবাদমাধ্যমগুলো জানিয়েছে। 

শপথ গ্রহণ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প

গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়লাভ করেন ট্রাম্প।  

২০ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেন। ট্রাম্পের আগে নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মাইক পেন্স।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাঁর স্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচনী ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, দেশটির উচ্চকক্ষ ও নিম্নকক্ষের প্রতিনিধিরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন। লাখো মানুষ ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানটি প্রত্যক্ষ করে।  

সূত্র: এবিসি নিউজ। 

/এসএ/

সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা