X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সৌদি আরবসহ ৮ মুসলিম দেশের বিমানে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৭, ১৯:০০আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৯:৪৯

সৌদি আরবসহ ৮ মুসলিম দেশের বিমানে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের! সৌদি আরবসহ আট মুসলিম দেশের ১০টি বিমানবন্দরে যুক্তরাষ্ট্রমুখী যাত্রীদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার আওতায় এসব বিমানবন্দরে মোবাইল ফোন ছাড়া প্রায় সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

তালিকায় থাকা আট মুসলিম দেশ হচ্ছে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কাতার, জর্ডান, কুয়েত ও মরক্কো। সূত্র বলছে, এই দেশগুলোর ১০ এয়ারলাইন্সে ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হতে পারে।

ইমিরেটস এয়ারলাইন, কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন্সের মতো বিশ্বর খ্যাতনামা বিমান সংস্থাগুলোকে নতুন এ নিয়ম মেনে চলতে হবে।

তালিকায় নাম থাকা এয়ারলাইন্সগুলো হচ্ছে মিসরের কায়রো ইন্টারন্যাশনাল, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল, আবু ধাবি ইন্টারন্যাশনাল, তুরস্কের আতার্তুক ইন্টারন্যাশনাল, কাতারের হামাদ ইন্টারন্যাশনাল, জর্ডানের কুইন আলিয়া ইন্টারন্যাশনাল, কুয়েতের কুয়েত ইন্টারন্যাশাল, মরক্কোর পঞ্চম মোহাম্মদ ইন্টারন্যাশনাল, সৌদি আরবের কিং আবদুলআজিজ ইন্টারন্যাশনাল এবং কিং খালিদ ইন্টারন্যাশনাল।

এসব এয়ারলাইনের কোনও যাত্রী তাদের হাত ব্যাগে ল্যাপটপ, আইপ্যাড, কিন্ডলের মতো ডিভাইস নিয়ে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। তবে মোবাইল ফোন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আকারে স্মার্টফোনের চেয়ে বড় এমন  সব  ইলেকট্রনিক ডিভাইসই এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

 ট্রাম্প প্রশাসনের দাবি, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবসহ ৮ মুসলিম দেশের বিমানে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রভাব পড়বে বিশ্বের ১০টি বিমানবন্দরের অর্ধশতাধিক ফ্লাইটে। বিশেষ করে দুবাই এবং ইস্তানবুলের মতো ব্যস্ত বিমানবন্দরগুলোতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এবারের নিষেধাজ্ঞায় কোনও সময়সীমা উল্লেখ করা হচ্ছে না। তবে তা কয়েক সপ্তাহ কার্যকর থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এপি জানিয়েছে, গত সপ্তাহজুড়ে স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলি কংগ্রেস সদস্যদের সঙ্গে ভ্রমণ নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। এর পরিপ্রেক্ষিতেই এবারের ‘ইলেকট্রনিক মুসলিম নিষেধাজ্ঞা’ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মধ্যেই চলতি বছরের ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো – ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদীদের প্রবেশ বন্ধের যুক্তি দেখিয়ে ওই আদেশ দেন ট্রাম্প। কিন্তু সমালোচকরা একে বৈষম্য বলে আখ্যায়িত করেন। নোবেল বিজয়ী শিক্ষা অধিকারকর্মী থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিষ্ঠাতা, বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ট্রাম্পের এ নিষেধাজ্ঞার সমালোচনা করেন। পরে সিয়াটলের একজন বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন।

এরপর সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের ওপর স্থগিত হয়ে যাওয়া নিষেধাজ্ঞা সংশোধন করে ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা জারি করেন। নতুন জারি করা নিষেধাজ্ঞায় আগের তালিকায় থাকা ইরাককে বাদ দেওয়া হয়। তবে অপর ছয়টি দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। ৬ মার্চ জারি করা নতুন নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক উল্লেখ করে ম্যারিল্যান্ড এবং হাওয়াই অঙ্গরাজ্যের আদালত তা স্থগিত করেন। সূত্র: সিএনএন, বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: এবার নিউ ইয়র্কের সিটি কলেজের শিক্ষার্থীদের গ্রেফতার
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের ধরপাকড়
সর্বশেষ খবর
আইপিএলে নিজের শেষটা রাঙানোর অপেক্ষায় মোস্তাফিজ
আইপিএলে নিজের শেষটা রাঙানোর অপেক্ষায় মোস্তাফিজ
টেকনাফে অপহৃত শিশুশিক্ষার্থীকে উদ্ধার, গ্রেফতার ৫
টেকনাফে অপহৃত শিশুশিক্ষার্থীকে উদ্ধার, গ্রেফতার ৫
‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’
শিল্প মালিকদের প্রতি প্রধানমন্ত্রী‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’
২৪ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
২৪ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ