X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের আগে উত্তেজনা কমাতে তৎপর চীন

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৭, ১৬:২০আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৭:৪৮
image

জিনপিং-ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পরও নমনীয় কথা বলছে বেইজিং। চীনা প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখেই দেশটির কতৃপক্ষ উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই কথা জানিয়েছেন।

ট্রাম্প আভাস দিয়েছেন, ফ্লোরিডার মার-আ-লাগোতে অনুষ্ঠিতব্য বৈঠক উত্তেজনাপূর্ণই হবে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এটা হবে এক কষ্টকর বৈঠক।’ তিনি আশা করছেন এই বৈঠকে দক্ষিণ চীন সাগরে উত্তর কোরিয়া ও চীনের অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পার্থক্য কমিয়ে আনা সম্ভব হবে। তবে বৈঠকে ঠিক আগমুহূর্তে বাণিজ্য খাতে দুটি নির্বাহী আদেশ জারি করার মধ্য দিয়ে চীনের প্রতি হুমকিই দেন ট্রাম্প।   

মার্কিন বাণিজ্য দফতর থেকে অভিযোগ করা হয়েছে, চীনা কোম্পানিগুলো অধিক উৎপাদনের মাধ্যমে বাজারে স্টিল ও অ্যালুমিনিয়ামের মূল্য কমিয়ে দিয়েছে।

তবে মার্কিন পদক্ষেপ ও বক্তব্যের বিপরীতে এবার চীনের প্রতিক্রিয়া ছিল খুবই নমনীয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেছেন, তারা বাণিজ্যে সহযোগিতা আশা করছেন।

লু কাং আরও বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে যে সমস্যা রয়েছে, তা উভয় পক্ষের জন্য সম্মানজনক ও পারস্পরিক লাভজনক পন্থায় সমাধান করা উচিত। সেই সঙ্গে চীনা-মার্কিন বাণিজ্য সম্পর্কে স্থিতিশীল উন্নয়ন জারি রাখাটা জরুরি।’ নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চীনা প্রেসিডেন্টের এই আলোচনা যে খুব সহজভাবে নিচ্ছে না হোয়াইট হাউস, তা মুখপাত্র শন স্পাইসারের কথায় স্পষ্ট। তিনি বলেন, ‘ট্রাম্প চীনের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে মার্কিন শ্রমিকরা যেসব  চ্যালেঞ্জ ও সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সমাধানের বিষয়টি তিনি নিশ্চিত করতে চান।’

এর আগে বাণিজ্য বৈষম্যের বিষয়টি উল্লেখ করে চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী ঝেং জেগুয়াং বলেন, ‘আমরা জানি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি আছে। তবে এর মূল কারণ হলো দুটি দেশের মধ্যকার আর্থিক কাঠামোর ভিন্নতা।’ সেবা খাতে চীনের বাণিজ্য ঘাটতি আছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি উত্তেজনা কমিয়ে আনতে আরও বলেন, ‘চীন ইচ্ছাকৃতভাবে বাণিজ্য ঘাটতি তৈরি করেনি। আমরা ইচ্ছাকৃতভাবে রফতানি বাড়তে মুদ্রা নিয়ন্ত্রণ করিনি। এটা আমাদের নীতি নয়।’

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা