X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতিতে নতুন দুর্বৃত্ত: রুহানি

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ০৬:৪১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ০৭:১০

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বিশ্বের ‘গুটিকয়েক দুর্বৃত্ত দেশে’র মধ্যে ইরান একটি বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বক্তব্যের জবাবে ট্রাম্পকে এবার একহাত নিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে বুধবার (২০ সেপ্টেম্বর) দেওয়া ভাষণে তিনি ট্রাম্পকে ‘আন্তর্জাতিক রাজনীতিতে নতুন দুর্বৃত্ত’ বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, ২০১৫ সালে ইরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি হয়েছিল, সেই চুক্তির লঙ্ঘন কোনও দেশ করলে তাকে ‘চূড়ান্ত পরিণতি’ বরণকরতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের সমালোচনা করেছিলেন। ইরানকে বিশ্বের ‘গুটিকয়েক দুর্বৃত্ত দেশে’র একটি অভিহিত করে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে সই করা পারমাণবিক চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ‘লজ্জা’র বিষয়।
ট্রাম্পের পূর্বসূরী বারাক ওবামার মেয়াদে ইরানের সঙ্গে সই হয়েছিল ওই চুক্তি, যেটিকে ট্রাম্প ‘মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি’ হিসেবে অভিহিত করে থাকেন। গত মাসে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইরান ওই চুক্তি মেনে চলছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, সেই চুক্তির ‘মূল চেতনা’ ভঙ্গ করছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরান ‘দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসকে’র নিয়ন্ত্রণে রয়েছে এবং ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে দুর্বৃত্ত রাষ্ট্রে’ পরিণত হয়েছে, যারা এখন বিশ্বব্যাপী সহিংসতা ছড়িয়ে দিচ্ছে।
পরদিনই জাতিসংঘে দেওয়া ভাষণে হাসান রুহানি পারমাণবিক চুক্তির প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি আপনাদের সবার সামনে এটা ঘোষণা করছি, ইরান কখনই ওই চুক্তি ভঙ্গকারী প্রথম দেশ হবে না। তবে চুক্তিতে সই করা কোনও দেশ যদি এটাকে লঙ্ঘন করে, ইরান তার চূড়ান্ত ও দৃঢ় জবাব দেবে।’
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ট্রাম্পকে ইঙ্গিত করে হাসান রুহানি বলেন, ‘আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কোনও দুর্বৃত্তের কারণে ওই চুক্তি অকার্যকর হয়ে পড়লে তা হবে অত্যন্ত দুঃখজনক। এতে করে বিশ্ব সুবর্ণ একটি সুযোগ হারাবে। আন্তর্জাতিক প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটিয়ে নতুন মার্কিন প্রশাসন কেবল তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলছে। তাদের প্রতিশ্রুতির ক্ষেত্রে আন্তর্জাতিক আস্থাও হারাচ্ছে তারা।’ ট্রাম্পের বক্তব্যকে ‘অজ্ঞ, উদ্ভট ও ঘৃণাসূচক বাগাড়ম্বর’ অভিহিত করে রুহানি বলেন, এ ধরনের বক্তব্য জাতিসংঘের মতো স্থানে উপস্থাপনের যোগ্য নয়।
উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র) সর্বসম্মতিক্রমে ২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সই হয়। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোও এতে সই করে। ওই চুক্তির সূত্র ধরেই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘ।
সূত্র: বিবিসি, আল জাজিরা, ইউএনজিএ
আরও পড়ুন-

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে মিয়ানমার: ম্যাক্রোঁ
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ‘দৃঢ় ও দ্রুত’ পদক্ষেপ চান ট্রাম্প

/টিআর/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ