X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য আরও ৪২ লাখ টাকা সহায়তা দেবে ভিয়েতনাম: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৮
image

মিয়ানমারে গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞের মুখে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য নতুন করে ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা) সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ভিয়েতনাম। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র পক্ষ থেকে এ কথা নিশ্চিত করা হয়েছে। ভিয়েতনামের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস-এর প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

রোহিঙ্গা শিবির
আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা। এছাড়া এর আগেও বিভিন্ন সময়ে অনেক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। প্রতি মাসে কক্সবাজারের আশ্রয় শিবিরে থাকা আট লাখ ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে ডব্লিউএফপি। কক্সবাজারের স্থানীয় অসহায় মানুষদেরকেও পুষ্টিকর খাবার ও জীবনধারণের বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করছে জাতিসংঘের সংস্থাটি। ডব্লিউএফপি বার বারই সতর্ক করে আসছে, রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখতে হলে এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে টেকসই সহায়তা প্রয়োজন। সংস্থাটির আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সময়ে এগিয়ে এসেছে বিভিন্ন দেশ। এবার ভিয়েতনাম জানিয়েছে, তারা নতুন করে রোহিঙ্গাদের জন্য ৫০ হাজার মার্কিন ডলার সহায়তা প্রদান করবে।

ডব্লিউএফপি’র প্রতিনিধি এবং কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান এক বিবৃতিতে বলেন, ‘কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা মানুষদের সহায়তায় এগিয়ে আসার জন্য আমরা ভিয়েতনামের কাছে কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, ‘এটি চরম মানবিক জরুরি অবস্থা এবং এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন জরুরি। তখনই কেবল অসহায় মানুষদেরকে মানবিক সহায়তা জুগিয়ে যাওয়া সম্ভব হবে।’

ডব্লিউএফপি’র বিবৃতি থেকে জানা গেছে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী এনগুয়েন কোক দোজাং বাংলাদেশ সফরে এসে নতুন এ সহায়তার কথা ঘোষণা করেন।

ভিয়েতনামের নতুন সহায়তা প্রসঙ্গে ডব্লিউএফপি’র প্রতিনিধি এবং কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান বলেন, ‘এটা খুব সামান্য পরিমাণ সহায়তা হলেও আমরা আশাবাদী। আমরা আশা করি এভাবে সংকটময় পরিস্থিতি মোকাবিলায় আমরা এগিয়ে যেতে পারব।’

/এফইউ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা