X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশির ৩৭ বছরের কারাদণ্ড

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
২৫ এপ্রিল ২০১৯, ০৯:৪৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০৯:৫০

১২ বছর বয়সী ভাগ্নির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিনিকে ৩৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। আদালত জানায়, মির্জা আফজাল হোসেন নামে ওই ৫৬ বছর বয়সী বাংলাদেশি জোর করে এক শিশুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন। এছাড়া নথি জালিয়াতি ও পরিচয় লুকানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।   

  যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশির ৩৭ বছরের কারাদণ্ড

গত ১১ জানুয়ারি আফজাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। ২০০৬ সালে দেশজুড়ে শিশু সুরক্ষায় শুরু হওয়া প্রকল্প প্রজেক্ট সেফ চাইল্ডহুডের আওতায় এই মামলার কার্যক্রম শুরু হয়।

মামলার দায়িত্বে থাকা স্পেশাল এজেন্ট জেমস সি স্পেরো বলেন, ‘তিনি ভেবেছিলেন যে এই ঘৃণিত কাজ করে সে পালিয়ে যাবে এবং অন্যদের ওপর দায় চাপাবে।’

ব্ল্যান্ডন ফ্লোরিডার বাসিন্দা আফজাল হোসেন তার পরিবার, বোন ও তার মেয়েকে নিয়ে থাকতেন। ২০১০ সালে বাংলাদেশ থেকে বৈধভাবেই সেখানে যায় তার পরিবার।

বিচার বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আফজালের আত্মীয়রা সামাজিকভাবে বিচ্ছিন্ন ছিলো, তাদের কোনও চাকরি ছিলো না, চলাচল করতো না এমনকি ইংরেজিও জানতেন না তারা। সবসময়ই বাড়িতে থাকতেন। এই পরিস্থিতিতেই ১২ বছর বয়সী ভাগ্নির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন আফজাল।

বিবৃতিতে বলা হয়, ওই মেয়েকে মার্কিন ধারার পোশাক, রোমান্টিক গয়না ও সেলফোন কিনে দেয় আফজাল। এছাড়া তাকে যৌন প্রস্তাব দেয় এবং পরিবারের সামনেই তার সাথে সঙ্গীর মতো করে আচরণ করে।

বিবৃতিতে আরও বলা হয়, আফজালের স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর ২০১২ সালের প্রথমদিকে তার আত্মীয় আর ওই ভাগ্নি তার বাড়িতে চলে আসে। কয়েকবছর ধরে তার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। তাকে স্কুল থেকে বের করে আনা, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ও বারবার ফোন করে যোগযোগ করতেন।

এছাড়া যৌন প্রস্তাব সম্বলিত আর্কা পাঠাতো, বারবার  বোঝাতে চাইতো যে তাকে বিয়ে করতে চায়, ভালোবাসে। এছাড়া বাবা-মা দ্বারা নিপীড়িত হচ্ছে এমন মিথ্যা অভিযোগ তৈরি করার জন্য প্ররোচিত করে তাকে।

তদন্তকারীরা প্রমাণ হাজির করে যে ২০১২ সালে আফজাল বাংলাদেশে গিয়ে ওই মেয়ের ভুয়া জন্মসনদ বানায় যেখানে তার বয়স ৩ বছর বেশি বলা আছে। এরপর সেই জন্মসনদ দেখিয়ে যুক্তরাষ্ট্রে বৈধ স্থায়ী বাসিন্দা করার চেষ্টা করে।

তবে এখন পর্যন্ত আফজালের আইনজীবীর পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু, যা ভাবছেন বিএনপি নেতারা
সর্বশেষ খবর
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র