X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যের নতুন ভিসা ব্যবস্থায় সুবিধা পাবে বাংলাদেশি শিক্ষার্থীরাও

অদিতি খান্না, যুক্তরাজ্য
১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫০

বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা শেষে বাড়তি দুই বছর কাজের সুযোগ দিতে নতুন ভিসা ব্যবস্থার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। বুধবার ঘোষিত এই ব্যবস্থা ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে পড়তে চাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের কাছেও চরম আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে। আগামী বছর থেকে কার্যকর হবে নতুন এই ভিসা ব্যবস্থা। যুক্তরাজ্যের নতুন ভিসা ব্যবস্থায় সুবিধা পাবে বাংলাদেশি শিক্ষার্থীরাও

যেসব বিদেশি শিক্ষার্থী যুক্তরাজ্যের সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট বা তার চেয়ে উপরের কোর্সের পড়াশোনা শেষ করবে তারা নতুন এই ভিসা ব্যবস্থার সুবিধা পাবে। এর আওতায় শিক্ষার্থীরা পড়াশোনা শেষে নিজেদের পছন্দ মতো কাজ করতে, কাজের সুযোগ খুঁজতে পারবে।

প্রায় নয় বছর আগে বিদেশি শিক্ষার্থীদের জন্য এই সুযোগ স্থগিত করে দেন তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে। আর ব্রেক্সিট নিয়ে টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার ভিসা ব্যবস্থার সেই নিয়মে বদল আনলেন। প্রধানমন্ত্রী বলেছেন, এরমাধ্যমে শিক্ষার্থীরা তাদের সম্ভাবনা উন্মোচনের সুযোগ পাবে আর যুক্তরাজ্যে ক্যারিয়ার শুরু করতে পারবে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, নতুন এই ভিসা ব্যবস্থায় বিদেশি মেধাবী শিক্ষার্থীরা, তারা বিজ্ঞান, গণিত বা প্রযুক্তি ও প্রকৌশল যে বিষয়ের হোক না কেন যুক্তরাজ্যে পড়তে পারবে আর তারপর মূল্যবান কর্ম অভিজ্ঞতা লাভ করে ভবিষ্যতে সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারবে। তিনি বলেন, এতে আমাদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হবে আর সবচেয়ে মেধাবী ও সম্ভাবনায় শিক্ষার্থীদের আমরা আকৃষ্ট করা নিশ্চিত করতে পারবো।

২০১২ সালে থেরেসা মে স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা শেষে দুই বছরের কাজের সুযোগ বাতিল করে যুক্তরাজ্য। অনেকেই মনে করেন এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়া থেকে ব্রিটেনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা ব্যাপকভাবে কমে গিয়েছিল। গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে ব্রিটেনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা কমতে থাকার পর সম্প্রতি এই সংখ্যা বাড়তে শুরু করেছে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর আবেদন সেবা (ইউসিএএস) তদারকি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ৩০ জুন পর্যন্ত এই বছর যুক্তরাজ্যে কোর্স নেওয়ার আবেদন করেছে ৩১০ জন শিক্ষার্থী। এর আগের বছর এই সংখ্যা ছিল ২৭০ জন।

যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থী কমে যাওয়া অনেক কারণের মধ্যে অন্যতম ছিল পড়াশোনা শেষে কাজের সুযোগ বন্ধ হয়ে যাওয়া। সেকারণে যুক্তরাজ্য সরকারের নতুন ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রধান এবং তাদের প্রতিনিধিরা।

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান নির্বাহী অ্যালিস্টাইর জার্ভিস বলেন, ‘প্রমাণ রয়েছে যে বিদেশি শিক্ষার্থীরা ব্রিটেনের অর্থনীতিতে ২৬০০ কোটি ইউরো যোগান দেওয়ার পাশাপাশি বিভিন্ন ইতিবাচক পরিবর্তন এনেছে। তবে দীর্ঘ সময় ধরে পড়াশোনা শেষে কাজের সুযোগ বন্ধ রাখা ওইসব শিক্ষার্থী আকর্ষণে প্রতিযোগিতার ক্ষেত্রে যুক্তরাজ্যকে অসুবিধায় ফেলে দিয়েছিল।

নতুন ভিসা ব্যবস্থা ২০২০-২১ সালে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হওয়া শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।

 

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ