X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইমরান খানের সঙ্গে ট্রাম্পের বৈঠক সোমবার, মোদির সঙ্গে মঙ্গলবার

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী সোমবার বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর একদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হাউস্টনের ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প। ইমরানের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার নিউ ইয়র্কে ট্রাম্প-মোদি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনের পার্শ্ববৈঠক হিসেবে ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমরান খানের সঙ্গে ট্রাম্পের বৈঠক সোমবার, মোদির সঙ্গে মঙ্গলবার

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওই দিন থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে কাশ্মির। মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সেখানকার জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা। ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে কূটনৈতিক সম্পর্ক হ্রাসসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। স্থগিত করা হয়েছে সব বাণিজ্য চুক্তি ও পরিবহন যোগাযোগ। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে টেলিফোন আলাপ করেন ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনের সময় আসন্ন সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচি জানান যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা। তিনি জানান, হাউস্টনে ৫০ হাজার ভারতীয়-আমেরিকানের অংশগ্রহণে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দিয়ে রবিবার রাতে ট্রাম্প নিউ ইয়র্ক পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার নিউ ইয়র্কে অবস্থানের প্রথম দিনের প্রথম কর্মসূচিতে বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতা সুরক্ষা বিষয়ক একটি কর্মসূচিতে যোগ দেবেন। এরপর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস সিরাস্তিয়ান দুদা, নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দ্র আরডেন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী সিয়েং লুং লি, মিসরের প্রেসিডেন্ট আল সিসি ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন-এর সঙ্গে ধারাবাহিকভাবে পৃথক বৈঠক করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা বলেন, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ট্রাম্প। এরপর বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।

/জেজে/
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা