X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৩২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৮

 ভারতের রাজধানী দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) বেতন বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের এক মিছিলের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি মিছিল রাষ্ট্রপতি ভবনের দিকে রওনা হলে সরোজিনি নগরে তাদের ওপর লাঠিচার্জ করা হয়। টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে শিক্ষার্থীদের পুলিশের ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করতে দেখা গেছে। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে অনেক শিক্ষার্থী। নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ

গত মাসে আড়াই হাজার থেকে সাত হাজার টাকা প্রায় তিনশো ভাগ বেতন বৃদ্ধির ঘোষণা দেয় জেএনইউ কর্তৃপক্ষ। এক মাস ধরে বেতন বৃদ্ধির প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাদের দাবি বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জেএনইউ-এর নীতির সঙ্গে সাংঘর্ষিক। সব অর্থনৈতিক সামর্থ্যের শিক্ষার্থীদের জন্যই এর দরজা উন্মুক্ত রাখার কথা বলা হলেও বেতন বৃদ্ধির মাধ্যমে ওই নীতি থেকে কর্তৃপক্ষ সরে আসছে বলে দাবি শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত মাসে আংশিক বর্ধিত বেতন বাতিল করে কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা তা ‘আইওয়াশ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। বর্ধিত বেতন সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ইমেইল বার্তা পাঠায় জেএনইউ ছাত্র সংসদ। ওই ইমেইল বার্তায় উপাচার্যের পদত্যাগ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি করা হয়।

শিক্ষার্থীদের এসব দাবি পূরণ না হওয়ায় সোমবার রাষ্ট্রপতি ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে জেএনইউ শিক্ষার্থীরা। ওই কর্মসূচি ঘিরে সোমবার সকাল থেকেই আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। সহিংসতা এড়াতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানানো হয়।

তবে শিক্ষার্থীরা তাতে সাড়া না দিয়ে কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়। সরোজিনি নগরের কাছে বিক্ষোভকারীদের মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। টেলিভিশনে প্রচারিত ফুটেজে কাছের একটি মেট্রো স্টেশনে বিক্ষোভকারীদের পুলিশের ব্যারিকেড ভাঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়।

গত নভেম্বরে বেতন বৃদ্ধির প্রতিবাদে ভারতের পার্লামেন্টের কাছে মিছিল সমাবেশ করেছে জেএনইউ শিক্ষার্থীরা। ওই সময়ে পুলিশি তৎপরতায় আহত হয় দুই শিক্ষার্থী।

/জেজে/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক