X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিউ ইয়র্কে চাপাতি দিয়ে ইহুদি যাজকের বাড়িতে হামলা

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৬:০৩
image

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চাপাতির হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) মনসের ফরশে রোডের এক ইহুদি যাজকের বাসায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে সেখানে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। নিউ ইয়র্কে চাপাতি দিয়ে ইহুদি যাজকের বাড়িতে হামলা

 

নিউ ইয়র্ক থেকে ৪৮ কিলোমিটার উত্তরে মনসে ইহুদি ধর্মযাজকের বাড়িতে হনুক্কা উৎসব (ইহুদিদের আলোর উৎসব, জেরুজালেমে দ্বিতীয় মন্দির পুনঃনির্মাণের স্মরণে করা হয়) চলাকালে চাপাতি দিয়ে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে হাডসনের ওজেপিএসির সহ-প্রতিষ্ঠাতা ইয়োসি গেসটেটনার বলেছেন, হামলার সময় বাড়িটিতে অনেক মানুষ ছিল। অ্যারোন খোন (৬৫) সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি আমার জন্য প্রার্থনা করছিলাম। হামলাকারী দরোজা দিয়ে প্রবেশ করে ডান পাশ দিয়ে আক্রমণ শুরু করে। তাদের প্রতিহত করার মতো সময় আমরা পাইনি।’ তিনি আরও বলেন, উপাসনালয় সিনাগগের দরোজা দিয়ে প্রবেশের চেষ্টা করেছিল। তবে ভেতরের লোকজন দরোজা বন্ধ করায় সে প্রবেশ করতে পারিনি।

যুক্তরাষ্ট্রের অর্থডক্স জিউস পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল (ওজেপিএসি) এক টুইটবার্তায় লিখেছে, আহতদের একজন অন্তত ছয়বার হামলার শিকার হয়েছে। হামলার একদিন পর রবিবার নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ইহুদিবিরোধী হুমকি ও হামলার পর ওইসব এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কিউমো এক বিবৃতিতে হামলাগুলোকে ঘৃণ্য ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেছেন, যে কোনও ধরনের ধর্মান্ধতা ও ইহুদিবিদ্বেষ আমাদের বৈচিত্র্যময় মূল্যবোধের জন্য বেমানান। আমরা এমন ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে আছি।

হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। তিনি টুইটবার্তায় লিখেছেন, এমন ঘৃণ্য কাজের ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়েছে আমাদের প্রশাসন। নিউ ইয়র্কের পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট জানিয়েছে, বিষয়টি তাদের গভীর পর্যবেক্ষণে রয়েছে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!