X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

জামে মসজিদ কি পাকিস্তানে: আদালতে তিরস্কৃত দিল্লি পুলিশ

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২০, ০৩:৪০আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৩:৪২

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির জামে মসজিদ এলাকায় বিনা অনুমতিতে বিক্ষোভের দায়ে গ্রেফতার ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদের জামিন শুনানিতে আদালতে তিরস্কৃত হয়েছে পুলিশ। বিক্ষোভ করা সাংবিধানিক নাগরিক অধিকার উল্লেখ করে আদালত বলে, জামে মসজিদ কি পাকিস্তানে? আর হলেই বা কী, সেখানেও তো বিক্ষোভ করা যায়।

জামে মসজিদ কি পাকিস্তানে: আদালতে তিরস্কৃত দিল্লি পুলিশ

সিএএ’র বিরুদ্ধে জামে মসজিদে প্রতিবাদ মিছিল ও হিংসায় মদত দেওয়ার অভিযোগে প্রায় এক মাস ধরে কারাগারে রয়েছেন আজাদ। মঙ্গলবার দিল্লির তিস হাজারি কোর্টে তার জামিনের শুনানি হয়। এতে আজাদের বিরুদ্ধে বিনা অনুমতিতে বিক্ষোভ আয়োজনের অভিযোগ তোলেন সরকারি আইনজীবী। জামে মসজিদের বিক্ষোভ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আজাদের প্রকাশ করা একাধিক পোস্ট তুলে ধরেন তিনি। অভিযোগ করেন, সহিংসতায় মদত দিয়েছেন আজাদ।

কিন্তু সরকারি আইনজীবীর মন্তব্যে কর্ণপাত করেননি বিচারক কামিনী লউ। তিনি বলেন, ‘সমাবেশ ডাকার মধ্যে ভুল কী আছে? প্রতিবাদই বা ভুল হতে যাবে কেন? প্রতিবাদ করা, ধর্নায় বসা এ সব নাগরিকদের সাংবিধানিক অধিকারের মধ্যেই পড়ে।

আজাদের সোশ্যাল মিডিয়া পোস্টে সহিংসতায় উসকানি দেওয়ার মতো কিছু বা অসাংবিধানিক কোনও বার্তা ছিল না বলেও স্পষ্ট জানিয়ে দেন বিচারক। তিনি বলেন, ‘কোথায় সহিংসতা? পোস্টগুলিতে ভুল কী আছে? কে বলেছে প্রতিবাদ করা যাবে না? সংবিধানটা পড়ে দেখেছেন?’

প্রতিবাদ বা বিক্ষোভ দেখাতে গেলে আগে থেকে অনুমতি নিতে হয় বলে সরকারি আইনজীবী যুক্তি দেখাতে গেলে, তা-ও খারিজ করে দেন বিচারক। তিনি বলেন, ‘কিসের অনুমতি? বিক্ষোভ রুখতে বার বার ১৪৪ ধারা জারি করা চলে না বলে সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে। পার্লামেন্টের বাইরেও অনেককে বিক্ষোভ দেখাতে দেখেছি। তাদের মধ্যে অনেকেই আবার রাজনীতিক, মুখ্যমন্ত্রী। আপনারা এমন করছেন যেন জামে মসজিদ পাকিস্তানে। আর যদি পাকিস্তানেই হয়, তাহলে সেখানেও বিক্ষোভ দেখানো যায়। কারণ অবিভক্ত ভারতের অংশ ছিল পাকিস্তান।’

তবে জামে মসজিদে দাঁড়িয়ে আজাদ প্ররোচনামূলক মন্তব্যই করেছেন বলে পাল্টা দাবি করেন সরকারি আইনজীবী। তার ড্রোন ফুটেজও রয়েছে বলে জানান তিনি। সেগুলি আদালতে জমা দিতে বিচারকের কাছে সময় চান তিনি। বুধবার বিষয়টি নিয়ে ফের শুনানি হওয়ার কথা। তবে আজাদের দাবি, তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিষ্টানদের নাগরিকত্ব নিশ্চিতে গত বছরের ডিসেম্বরে আইন সংশোধন করেছে ভারত। বিতর্কিত এই আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল। চলছে দফায় দফায় বিক্ষোভ।

২১ ডিসেম্বর শুক্রবার দুপুরে সংশোধিত নাগরিকত্ব আইনের  প্রতিবাদে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে দিল্লির জামে মসজিদের কাছে। পুলিশের বাধাকে উপেক্ষা করেই ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ মসজিদ এলাকায় ওই বিক্ষোভের নেতৃত্ব দেন। বিক্ষোভ ঘিরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। জামা মসজিদের মূল ফটকের কাছে সংবিধানের প্রতিলিপি হাতে বিক্ষোভে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় তাকে। পরিস্থিতি সামাল দিতে আটক করা হয় চন্দ্রশেখর আজাদকে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 

 

/এএ/
সম্পর্কিত
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র