X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘চীনকে অবশ্যই আমাদের প্রতি সম্মান দেখাতে হবে’

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২০, ১৪:৩৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৮:২০
image

তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেছেন, চীনকে বাস্তবতার মুখোমুখি হওয়া দরকার। তাদের অবশ্যই তাইওয়ানের প্রতি সম্মান দেখাতে হবে। ১১ জানুয়ারি দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর বিবিসি’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

‘চীনকে অবশ্যই আমাদের প্রতি সম্মান দেখাতে হবে’

চীন বরাবরই তাইওয়ানের ওপর তাদের সার্বভৌমত্ব দাবি করে থাকে। দেশটির ওপর প্রয়োজনে বল প্রয়োগ করার অধিকারও বেইজিংয়ের রয়েছে বলে দাবি করে চীন। এমন পরিস্থিতিতে বিবিসি’র সঙ্গে আলাপকালে বেইজিংয়ের পক্ষ থেকে আসা ক্রমবর্ধমান হুমকির প্রতি আলোকপাত করেন সাই ইং ওয়েন।

মঙ্গলবার বিবিসি’র খবরে বলা হয়, চীনবিরোধী হিসেবে পরিচিত তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেছেন, নিঃসন্দেহে আপসের কোনও প্রয়োজন নেই।

তিনি বলেন, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের আলাদা করে স্বাধীনতা ঘোষণার কোনও প্রয়োজন নেই। ইতোমধ্যেই আমাদের দেশ স্বাধীন। আমরা এটাকে ‘দ্য রিপাবলিকান অব চায়না, তাইওয়ান’ নামে ডাকি।

তাইওয়ানকে চীনের নিজস্ব ভূখণ্ড মনে করে বেইজিং। তবে একক চীনের ধারণাকে আপসকামিতা হিসেবে বিবেচনা করে তাইওয়ানের নাগরিক সমাজের উল্লেখযোগ্য অংশ।

অভিযোগ রয়েছে, প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে জোর করে দেশটিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আগ্রহী চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।

শনিবার ঘোষিত প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, মোট প্রদত্ত ভোটের ৫৭ দশমিক ১ শতাংশ পেয়ে নির্বাচিত হয়েছেন ৬৩ বছরের সাই ইং ওয়েন। একক চীনের ধারণার জন্য তাইওয়ানবাসী যে আগ্রহী নয়, তার জয়ে বিষয়টি আবারও প্রমাণিত হয়েছে।

সাই ইং ওয়েন বলেন, ‘পরিস্থিতির পরিবর্তন হয়েছে।’ বাস্তবতার পরিবর্তন বলতে তিনি চীনকে বুঝিয়েছেন।

তিনি বলেন, গত তিন বছরের বেশি সময় ধরে আমরা দেখছি বেইজিং অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে। এই দ্বীপ রাষ্ট্রের চারপাশে তাদের বিমানবাহী রণতরী ও সামরিক জাহাজ মোতায়েন করেছে।

সাই ইং ওয়েন বলেন, আমাদের একটি স্বাধীন পরিচয় আছে। স্বতন্ত্র একটি দেশ আছে। কেউ মোকাবিলা করতে এলে আমরা তাদের চ্যালেঞ্জ জানাবো। জানিয়ে দেবো, এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

/এইচকে/এমপি/এমওএফ/
সম্পর্কিত
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
ট্রাম্প বা বাইডেন যে-ই জিতুন মার্কিন সমর্থন অপরিবর্তিত থাকবে, আশা তাইওয়ানের
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়