X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

স্টেট অব ইউনিয়ন ভাষণে আমেরিকার পুনরুত্থানের কথা বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৬

কংগ্রেসে দেওয়া বার্ষিক স্টেট অব ইউনিয়ন ভাষণে ‘মহান আমেরিকার পুনরুত্থান ঘটেছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে এক ঘণ্টা ১৮ মিনিটের ওই ভাষণে তিনি বলেন, অকল্পনীয় গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। স্টেট অব ইউনিয়ন ভাষণে আমেরিকার পুনরুত্থানের কথা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিকে সামনে রেখে কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব ইউনিয়ন ভাষণ দেন। সাধারণত এই ভাষণে জাতির উদ্দেশে বাজেট এবং অর্থনৈতিক প্রতিবেদন উত্থাপন করেন। এছাড়া আইনি কর্মসূচি ও জাতীয় অগ্রাধিকারের প্রস্তাবও দিয়ে থাকেন প্রেসিডেন্ট।

২০১৭ সালে নিজের প্রথম স্টেট অব ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আমেরিকার মৃত্যু’তে বিলাপ করেছিলেন। তিন বছর পর তিনি বললেন, ‘মাত্র তিন বছরেরও কম সময়ের মধ্যে আমরা আমেরিকানদের মানসিকতার উন্নতি ঘটিয়েছি এবং আমেরিকার ডুবন্ত গন্তব্য পুনরুদ্ধার করেছি।’ ট্রাম্প বলেন, ‘আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছি তা মাত্র কিছুদিন আগেও ছিল অকল্পনীয় আর আমরা কখনওই পেছনে ফিরে যাবো না।’

স্টেট অব ইউনিয়ন ভাষণে বিরোধীদল ডেমোক্র্যাটদের বারবার আক্রমণ করেন ট্রাম্প। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্সের মতো বামপন্থীদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা সমাজতন্ত্রকে আমেরিকার স্বাস্থসেবা ধ্বংস করতে দেব না’।

ক্ষমতায় আসার আগে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানকে নির্বাচনি প্রচারণার অস্ত্র করেছিলেন ট্রাম্প। তার এই মহান আমেরিকা দিয়ে তিনি সেই কলম্বাসের আবিষ্কৃত আমেরিকাকে বুঝিয়ে থাকেন; যা শ্বেতাঙ্গ আাধিপত্যেরই নামান্তর।

কালজয়ী ঐতিহাসিক হাওয়ার্ড জিন তার ‘পিপলস হিস্টরি অব আমেরিকা’য় লিখেছেন কিভাবে আদিবাসীদের ওপর হত্যা-নির্যাতন চালিয়ে, তাদের সম্পদ লুণ্ঠন করে এই কথিত আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্য কায়েম করা হয়েছিল আর তার নাম দেওয়া হয়েছিল আমেরিকা আবিষ্কার। সেই শ্বেতাঙ্গ আধিপত্যের রাজনীতির বিপরীতে বিভিন্ন জাতি-গোষ্ঠী ও শ্রেণি-পেশার মানুষকে স্থাপন করেছেন ট্রাম্প। তাদের মধ্যকার বিভক্তিকে সামনে আনতে চেয়েছেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক