X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আরও তিন শহরের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ চীনের

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৫৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৬

উহানের পর এবার চীনের আরও তিন শহরের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের বিস্তার ঠেকানোর প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। আরও তিন শহরের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ চীনের
নতুন করে নিষেধাজ্ঞার আওতায় পড়া ওই তিন শহরের জনসংখ্যা প্রায় এক কোটি আশি লাখ। বিবিসি-র খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এখন চীন যা করছে, তাকে অনেকটা যুদ্ধ প্রস্তুতির সঙ্গে তুলনা করা যায়।

সাংহাই নগরী থেকে প্রায় ১০০ মাইল দূরের শহর হাংজুতে চীনের বিশাল প্রযুক্তি কোম্পানি আলিবাবার সামনের রাস্তা ব্যারিকেড দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। মাথার ওপর চক্কর দিচ্ছে যুদ্ধ বিমান।

আলিবাবার এই ভবনটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। হাংজুর ওই এলাকায় একটি বাড়ি থেকে প্রতি দুই দিনে মাত্র একজন ব্যক্তিকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

একের পর এক নগরীতে লাখ লাখ মানুষকে তাদের ঘরে থাকতে বলা হচ্ছে, যাতে এই ভাইরাস আরও না ছড়ায়।

যে উহান নগরী থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল, সেখানে বড় বড় খেলার মাঠ এবং অনুষ্ঠানের জায়গায় অস্থায়ী হাসপাতাল তৈরি করা হচ্ছে। অসুস্থদের চিকিৎসার জন্য আরও দশ হাজার শয্যার ব্যবস্থা করতে এসব হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

চীনের বাইরে এখন পর্যন্ত ২৭টি দেশে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে থাইল্যান্ডে, মোট ২৫ জন। এর পরেই আছে জাপান ও সিঙ্গাপুর - মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা যথাক্রমে ২০ ও ১৮ জন।

চীনের মূল ভূখন্ড থেকে আসা লোকজনকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছে হংকং। তবে চিকিৎসাকর্মীদের দাবি সত্ত্বেও চীনের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার আহ্বান এখনো বিবেচনা করছে না অঞ্চলটির কর্তৃপক্ষ।

জাপানের ইয়োকোহামা বন্দরে একটি প্রমোদতরীতে ১০ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। জাহাজটিতে তিন হাজার ৭০০ আরোহী ছিল। সবশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের প্রায় ৩০০ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পরীক্ষা করা হয়েছে। সংক্রমিত ব্যক্তিদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের জাহাজেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ভিয়েতনামে ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। হংকং ঘোষণা করেছে, চীনের মূল ভুখণ্ড থেকে আসা যে কাউকে বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হবে, অর্থাৎ জনবিচ্ছিন্ন অবস্থায় পর্যবেক্ষণে রাখা হবে।

/এমপি/
সম্পর্কিত
ভবন থেকে পড়ে চায়না নাগরিকের মৃত্যু
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
সর্বশেষ খবর
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫