X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সৌদি যুবরাজ-নেতানিয়াহু’র বৈঠক আয়োজনের চেষ্টায় যুক্তরাষ্ট্র!

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৮

সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিনি নেতানিয়াহুকে একসঙ্গে আলোচনায় বসানোর জন্য কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে এক আরব কূটনীতিক এই দাবি করেছেন। তিনি বলেছেন, এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মিসর ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক আলোচনা হচ্ছে। কায়রোতে এই বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। মধ্যপ্রাচ্য-বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

সৌদি যুবরাজ-নেতানিয়াহু’র বৈঠক আয়োজনের চেষ্টায় যুক্তরাষ্ট্র!

ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়ুম’র খবরে বলা হয়েছে, তেল আবিব ও রিয়াদের মধ্যে মধ্যস্ততাকারী হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সিনিয়র আরব কূটনীতিক বলেন, সম্প্রতি ওয়াশিংটন, ইসরায়েল, মিসর ও সৌদি আরবের মধ্যে কায়রোতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি বৈঠক আয়োজনের জন্য জোরদার কূটনৈতিক আলোচনা চলছে। এই বৈঠক ইসরায়েলের নির্বাচনের আগেও হতে পারে। এতে উপস্থিত থাকতে পারেন ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সুদান, ওমান ও বাহরাইনের নেতারা।

এর আগে খবরে জানা গিয়েছিল এই বৈঠক বাহরাইনের রাজধানী মানামাতে আয়োজন করা হতে পারে। কারণ এখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শতাব্দির সেরা চুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল। মূলত নেতানিয়াহু ও সৌদি যুবরাজকে একসঙ্গে বৈঠকে বসানোর জন্যই এই আয়োজন।

এই বিষয়ে জানা গেছে যে, জর্ডানকে প্রস্তাবিত বৈঠকের আমন্ত্রণও দেওয়া হয়েছিল। কিন্তু দেশটির বাদশাহ আব্দুল্লাহকে আরব দেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় যাতে করে ফিলিস্তিনকেও বৈঠকের আমন্ত্রণ করা হয়। যুক্তরাষ্ট্র বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করে এবং জানায় এই বিষয়ে ফিলিস্তিনের সঙ্গে আলোচনা চলছে। ইসরায়েলও ফিলিস্তিনিদের অংশগ্রহণের বিষয়ে সম্মতি জানায়।

তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে বয়কট ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন রাখার বিষয়ে অটল থাকেন।

আরব কর্মকর্তা বলেছেন, এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র বলে, এটি হবে আব্বাস ও ফিলিস্তিনিদের জন্য অঞ্চলটির কূটনৈতিক অগ্রগতিতে অংশগ্রহণের শেষ সুযোগ।  

গত কয়েক বছর ধরে সৌদি আরব ও উপসাগরীয় কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে ক্রমশ সম্পর্ক বাড়িয়ে চলেছে। এতে করে ধারণা করা হচ্ছে ইহুদি রাষ্ট্রটির সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে মুসলিম আরব দেশগুলোর। আর ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডের লড়াই ক্রমশ গুরুত্ব হারাচ্ছে তাদের কাছে।

গত বছর জুলাই মাসে ইসরায়েল ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা ওয়াশিংটনে প্রকাশ্যে বৈঠক করেন। এটিই ছিল কোনও আরব দেশের সঙ্গে ইসরায়েলের প্রথম প্রকাশ্য বৈঠক। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের দুই দশক ধরে চলমান গোপন সম্পর্কের কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

মাত্র গত সপ্তাহে যখন ট্রাম্পের শতাব্দির সেরা চুক্তি বা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা উন্মোচন করা হয় তখন সৌদি আরব ইসরায়েলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কেনার ইচ্ছার কথা জানায়।

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!