X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

করোনা আতঙ্ক: কলম্বিয়ায় জেল ভেঙে পালাতে গিয়ে নিহত ২৩

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২০, ১২:০৪আপডেট : ২৩ মার্চ ২০২০, ১২:০৯
image

কলম্বিয়ার এক কারাগারে করোনা ভাইরাস নিয়ে উত্তেজনা থেকে দাঙ্গার সৃষ্টি হয়েছে। এতে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮৩ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রবিবারের দাঙ্গাকে উদ্বিগ্ন কয়েদিদের জেল ভেঙে পালানোর সম্মিলিত প্রচেষ্টা বলে উল্লেখ করেছে কতৃপক্ষ।

করোনা আতঙ্ক: কলম্বিয়ায় জেল ভেঙে পালাতে গিয়ে নিহত ২৩

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ড ওমিটারের তথ্য অনুযায়ী,  এ পর্যন্ত কলম্বিয়ায় ২৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে দুই জনের। সেখানে কোয়ারেন্টিন ও নাগরিকদের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

কলম্বিয়ার বিচার মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটির মোট ১৩২টি কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৮১ হাজার হলেও বন্দি আছে এক লাখ ২১ হাজারেরও বেশি। রাজধানী বোগোতার সবচেয়ে বড় কারাগারগুলোর একটি লা মোদেলো।

কলম্বিয়ার বিচারমন্ত্রী মার্গারিটা কাবেলো জানিয়েছেন, লা মোদেলার কয়েদিরা কারাগার ভেঙে বের হয়ে আসতে চাইছিলো। এ ঘটনায় আহত ৩২ বন্দি ও সাত রক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে দুই রক্ষীর অবস্থা সঙ্কটজনক। মন্ত্রণালয় ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, দেশটির সব কারাগারের বন্দিরা করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এ সময়টিতে কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি ও নাজুক স্বাস্থ্য সেবার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। বিচার মন্ত্রণালয়ের দাবি, সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে এই সহিংসতা হয়েছে। দেশের ১৩টি কারাগার থেকে অস্থিরতার খবর এসেছে বলে জানিয়েছেন কাবেলো।

করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ে শঙ্কার মধ্যে কারাগারগুলোতে অস্বাস্থ্যকর পরিস্থিতি বিরাজ করার অভিযোগ অস্বীকার করে কাবেলো বলেন, “এমন কোনও স্বাস্থ্যবিধিগত সংকট ছিল না যে ও ধরনের পরিকল্পনা ও এসব দাঙ্গা হবে। কোনও বন্দি বা হেফাজতে থাকা কারও অথবা প্রশাসনিক কোনো কর্মীরই করোনা সংক্রমণ হয়নি।”

কাবেলোর দাবি, বন্দিরা উন্মত্ত হয়ে উঠেছিল। কয়েকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগ আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, লা মোদেলো কারাগারের গেটের বাইরে বন্দিদের বহু স্বজন জড়ো হয়ে তাদের প্রিয়জনদের খবর জানার জন্য অপেক্ষা করছে। তারা জানিয়েছে, কারাগারে নিরাপত্তা বাহিনী প্রবেশের পর তারা গুলির শব্দ শুনেছেন।  সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে বন্দিদের জাজিম, তোশকে আগুন ধরাতে দেখা গেছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
পেরুতে ১৩ খনি শ্রমিক হত্যার সন্দেহভাজন কলম্বিয়ায় আটক
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
গরিবের পোপকে হারিয়ে শোকাহত আর্জেন্টিনা
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি