X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘করোনাভাইরাসের চেয়েও উদ্বেগজনক’

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২০, ১৮:০৩আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৯:৪৫

লকডাউনে সামাজিক দূরত্ব রক্ষার নিয়ম উপেক্ষা করে গ্রামে ফেরার বাস ধরতে দিল্লি ও উত্তর প্রদেশের সীমানায় ভিড় জমিয়েছিল কয়েক লাখ শ্রমিক। এ ঘটনায় মঙ্গলবারের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আতঙ্কিত শ্রমিকদের এভাবে গণহারে গ্রামে যাওয়াকে করোনাভাইরাসের চেয়েও উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছেন আদালত। ‘করোনাভাইরাসের চেয়েও উদ্বেগজনক’

গত শনিবার দিল্লি ও উত্তর প্রদেশের সীমানায় লাখ লাখ শ্রমিকের জড়ো হওয়ার যে ছবি ছড়িয়ে পড়েছে তা নিয়ে ইতোমধ্যে ভারতজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এর পরিপ্রেক্ষিতেই এ নিয়ে সুপ্রিম কোর্টে দুটি পৃথক জনস্বার্থ মামলা হয়। একটি মামলা করেন আইনজীবী অলক শ্রীবাস্তব। অন্যটি করেন আইনজীবী রশ্মি বনসল। এ সংক্রান্ত মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবডে ও বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলা শুনানিতে শ্রমিকদের এভাবে জড়ো হওয়া নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন ভারতের শীর্ষ আদালতের ওই বেঞ্চ। আদালত বলেন, এটা করোনাভাইরাসের চেয়েও বড় ইস্যু। তবে সরকার ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তাই নতুন করে কোনও নির্দেশ দিয়ে ধোঁয়াশা বাড়াবেন না সুপ্রিম কোর্ট।

কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, করোনা সংক্রমণ রুখতে অভিবাসী শ্রমিকদের এভাবে বাড়ি ফেরা বন্ধ হওয়া উচিত। কেন্দ্র ও রাজ্য সরকারগুলো এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার ফের শুনানি হওয়ার কথা রয়েছে।

শ্রমিকদের বাড়ি ফেরার ঘটনাকে সামনে রেখে রবিবারই রাজ্যগুলোতে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। তাতে সব রাজ্যের সীমানা সিল করে দেওয়ার কথা বলা হয়েছে। দিল্লির আনন্দবিহার বাস টার্মিনাল ও গাজিয়াবাদ থেকে যে হাজার হাজার শ্রমিক উত্তর প্রদেশ ও বিহারের গ্রামে ফিরেছেন, তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ