X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

খালি করা হলো দিল্লির মারকাজ মসজিদ

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০২০, ১৯:৫৭আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২১:৩৮

ভারতে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে ওঠা তাবলিগ জামাতের সদর দফতর মারকাজ মসজিদ খালি করে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযান শেষে সেখানকার একটি বড় এলাকা সিল করে দেওয়া হয়েছে। বুধবার সকালে মারকাজ মসজিদে অবস্থানরতদের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে। খালি করা হলো দিল্লির মারকাজ মসজিদ

মুসলিম ধর্মাবলম্বীদের সংগঠন তাবলিগ জামাতের একটি আয়োজন গত ১ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে শুরু হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও কিরগিজিস্তানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার মানুষ ওই আয়োজনে অংশ নেয়। ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠান চলে। অনুষ্ঠান শেষেও অনেকে সেখানে অবস্থান চালিয়ে যেতে থাকে। ২৪ মার্চ ভারতজুড়ে লকডাউন শুরুর সময়েও সেখানে প্রায় দেড় হাজার মানুষের অবস্থান ছিল।

বিভিন্ন স্থান থেকে ওই জমায়েতে অংশগ্রহণকারীদের করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর খবর আসতে শুরুর পর মঙ্গলবার মারকাজ মসজিদে উপস্থিত হন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তার নির্দেশে রাতেই নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে ডিফেন্স কলোনি পর্যন্ত বড় এলাকা বন্ধ করে দেওয়া হয়। বুধবার সকাল থেকে অভিযানের উদ্দেশ্য স্পষ্ট হতে থাকে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, মঙ্গলবার নিজামুদ্দিন মারকাজে পৌঁছে শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেন অজিত দোভাল। পরিস্থিতি ব্যাখ্যা করে সেখানে সমবেত সকলকে বের করে নিয়ে আইসোলেশনে পাঠানো হবে বলে তাদের জানান তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথা মেনে নিয়ে তাদের সহায়তার আশ্বাস দেন নেতারা। পরে অভিযানে নামে পুলিশ।

মঙ্গলবার রাত পর্যন্ত সেখানে অবস্থানরতদের বের করে নিয়ে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়। শুরু হয়েছে তাদের স্বাস্থ্য পরীক্ষাও।

এছাড়া মারকাজ নিজামুদ্দিন চত্বরের বেশ কিছু স্থাপনাও ভেঙে দিয়েছে পুলিশ। অবস্থানরতদের সরিয়ে দেওয়ার পর ওই এলাকা জীবাণুমুক্ত করার সুবিধার্থে এসব স্থাপনা ভাঙা হয় বলে দাবি পুলিশের। আপাতত সেখানকার মসজিদে নামাজের জামাতও করা যাবে না বলে জানানো হয়েছে। বন্ধ থাকবে শুক্রবারের জুমার নামাজও।

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
কলকাতায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮
সর্বশেষ খবর
দোয়া চেয়ে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ
দোয়া চেয়ে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ
‘চোখের পানি ফেলে বাজার থেকে ফিরতে হয়’
‘চোখের পানি ফেলে বাজার থেকে ফিরতে হয়’
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই