X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

করোনার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের পরীক্ষামূলক ওষুধ ‘রেমডেসিভির’ দ্রুত কাজ করছে?

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০২০, ১৯:০৪আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৩:১৯
image

যুক্তরাষ্ট্রের তৈরি করোনার পরীক্ষামূলক ওষুধ ‘রেমডেসিভির’ গ্রহণকারী রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। বেশিরভাগ আক্রান্তের ক্ষেত্রেই দেখা গেছে সংক্রমণ শনাক্ত হওয়ার কয়েকদিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক সংবাদ ওয়েবসাইট স্টাট নিউজ এসব তথ্য জানিয়েছে। ‘রেমডিসিভির’ নিয়ে গবেষণাকারী দলের সদস্যদের মধ্যকার অনানুষ্ঠানিক আলাপচারিতার একটি ভিডিও প্রকাশ করেছে ওয়েবসাইটটি।

প্রতীকী ছবি

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য এখন পর্যন্ত কোনও অনুমোদিত ওষুধ নেই। বিশ্বের বিভিন্ন দেশ কার্যকরী ওষুধ নিয়ে গবেষণা করছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথও বেশ কয়েকটি ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছে।  এরই একটি হলো রেমডেসিভির ওষুধ। গিলিয়াড সায়েন্সেস-এর তৈরি এ ওষুধটি ইবোলার বিরুদ্ধে পরীক্ষা করা হলেও এতে সফলতা এসেছিলো খুবই কম। তবে বিভিন্ন পশুর শরীরে চালানো বেশ কয়েকটি পরীক্ষায় দেখা গিয়েছে কোভিড-১৯, সার্স ও মার্সসহ করোনাভাইরাস সংক্রান্ত সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় এ ওষুধ কার্যকরী। ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, রেমডেসিভির ওষুধটির সম্ভাবনা আছে।

এরইমধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় ৪০০০ করোনা আক্রান্তের মধ্যে রেমডেসিভিরের পরীক্ষা চালানো হচ্ছে। এরমধ্যে ২৪০০ গুরুতর ও ১৬০০ কম উপসর্গের আক্রান্ত রয়েছেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ক্যাথলিন মুলেন এ ক্লিনিক্যাল ট্রায়ালের নেতৃত্ব দিচ্ছেন। গত সপ্তাহে তিনি ও তার সহকর্মীদের মধ্যকার একটি আলাপের ভিডিও বৃহস্পতিবার প্রকাশ করেছে স্টাট নিউজ।

ভিডিওতে মুলেন বলেছেন, ‘আমাদের বেশিরভাগ রোগীর অবস্থা ছিল গুরুতর। তাদের বেশিরভাগই ছয়দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি ১০ দিন ধরে চিকিৎসা চালিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না। মুলেন আরও বলেন, ‘সবচেয়ে ভালো খবর হলো আমাদের বেশিরভাগ রোগী এরইমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, এটা খুব দারুণ খবর। আমাদের ওষুধ গ্রহণকারী মাত্র দুইজন রোগী মারা গেছে।’

এ ব্যাপারে মন্তব্যের জন্য সিএনএন-এর পক্ষ থেকে মুলেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিকাগো বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এ ক্লিনিক্যাল ট্রায়ালের আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই তারা এ নিয়ে কথা বলবে।

গিলিয়াড জানিয়েছে, এ মাসের শেষ নাগাদ করোনার চিকিৎসায় রেমডেসিভির-এর পরীক্ষার আনুষ্ঠানিক ফল পাওয়া যেতে পারে।

 

 

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরণার্থী আবেদন করা ব্যক্তিকে ইউরোপে ঢোকার আগেই ব্যবস্থা নিতে হবে: ইইউ
শরণার্থী আবেদন করা ব্যক্তিকে ইউরোপে ঢোকার আগেই ব্যবস্থা নিতে হবে: ইইউ
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন