X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অর্ধেক ব্রিটিশ চিকিৎসক নিজেরাই পিপিই সংগ্রহ করেছেন

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২০, ১৮:১৮আপডেট : ০৩ মে ২০২০, ১৮:২০

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত প্রায় অর্ধেক ব্রিটিশ চিকিৎসককে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিজেকেই কিনতে হয়েছে অথবা অন্যের দানের উপর নির্ভর করতে হয়েছে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) চ্যানেলে পিপিই না পাওয়ায় তারা এটি করতে বাধ্য হয়েছেন। সম্প্রতি দ্য ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছেন।

অর্ধেক ব্রিটিশ চিকিৎসক নিজেরাই পিপিই সংগ্রহ করেছেন

বিএমএ জানায়, পিপিই সরবরাহ বাড়লেও ১৬ হাজারের বেশি চিকিৎসকের দেওয়া তথ্যে স্বাস্থ্য সেবার সম্মুখে থাকা ব্যক্তিদের নিরাপত্তায় এখনও অনেক কিছু করার সুযোগ আছে। সংস্থাটির মতে, করোনা সংকটের সময় এনএইচএস কর্মীদের মধ্যে এটিই সবচেয়ে বড় জরিপ।

জরিপে অংশ নেওয়া প্রায় এক-তৃতীয়াংশ (৩০ শতাংশ) চিকিৎসক জানিয়েছেন, পিপিই, কর্মী স্বল্পতা, ওষুধ ও পরীক্ষা কিটের স্বল্পতার বিষয়ে ঊর্ধ্বতনদের কাছে জানাননি। কারণ তারা মনে করেন, জানালেও কিছু হবে না।

দুই-তৃতীয়াংশ জানিয়েছেন, করোনার চিকিৎসার সময় তারা আংশিক বা একেবারে সুরক্ষিত না থাকার বিষয়টি অনুভব করেছেন। ৪৮ শতাংশ চিকিৎসক জানান, তারা নিজেরাই পিপিই কিনেছেন বা বিভাগ সরবরাহ করেছে অথবা কোনও দাতব্য সংস্থার দানে পেয়েছেন কিংবা স্থানীয় কোনও প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।

বিএমএ কাউন্সিল চেয়ার ড. চাঁদ নাগপাল জানান, পিপিই নিয়ে জরিপের ফলাফল স্বাস্থ্যকর্মীদের রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিফলন। কারণ দেশজুড়ে যে জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহ করার কথা তা তারা পায়নি।

সংস্থাটি জানায়, ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নেন ১৬ হাজার ৩৪৩ জন চিকিৎসক।

বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে বরিস জনসন স্বীকার করেছেন, পিপিই সরবরাহ করতে সরকার কঠিন পরিস্থিতিতে পড়েছে। তবে সংশ্লিষ্টরা কঠোর পরিশ্রম করছেন ঘাটতি মেটানোর জন্য। 

/এএ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী