X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উৎখাতে মার্কিন নাগরিকের স্বীকারোক্তি সম্প্রচার

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২০, ১১:৫২আপডেট : ০৭ মে ২০২০, ১১:৫৬

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে এক মার্কিন নাগরিকের স্বীকারোক্তির একটি ভিডিও সম্প্রচার করা হয়েছে। এতে তাকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করে নিতে দেখা গেছে। বুধবার ওই ভিডিও সম্প্রচার করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উৎখাতে মার্কিন নাগরিকের স্বীকারোক্তি সম্প্রচার

ভেনেজুয়েলায় অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে ১৩ জনকে আটক করা হয়। দেশটির কর্তৃপক্ষ এসব ব্যক্তিদের ভাড়াটে হিসেবে আখ্যায়িত করে। এদের মধ্যে স্বীকারোক্তি দেওয়া মার্কিন নাগরিক লিউক ডানম্যানও রয়েছেন। নিকোলাস মাদুরো প্রায়ই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলায় আগ্রাসন চালানো ও তাকে উৎখাতের চেষ্টার অভিযোগ এনে থাকে। বরাবর তা অস্বীকার করা যুক্তরাষ্ট্র এবারের ঘটনাতেও মার্কিন সংশ্লিষ্টতা অস্বীকার করে। মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনা নিশ্চিত করতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

বুধবার সম্প্রচারিত ভিডিওতে ৩৪ বছর বয়সী লিউক ডানম্যান জানান, কারাকারে ফিরে আসার আগে তাকে কলম্বিয়ায় ভেনেজুয়েলার বাসিন্দাদের প্রশিক্ষণ দিতে ভাড়া করা হয়। বিমাবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশের বাইরে কিভাবে নিয়ে যাওয়া হবে তারও ব্যাখ্যা দেন তিনি। নিজেকে স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি বলেন, ‘আমি ভেনেজুয়েলানদের তাদের দেশের নিয়ন্ত্রণ ফিরে পেতে সাহায্য করছিলাম।’ তিনি জানান তাকে এবং আইরান বেরি (৪১) নামে অপর একজনকে এই কাজের জন্য ভাড়া করে মার্কিন প্রতিষ্ঠান সিলভারকর্পের প্রধান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তা জর্ডান গদরিও। ভেনেজুয়েলার কর্তৃপক্ষ বলছে গদরিওকে ফেরত চাওয়া হবে। ওই ব্যক্তিও এই অভিযানে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন, সিলভারকর্প বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ গুইদোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। ডানম্যানের ভিডিও সম্প্রচারের পর এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেন, ‘এই আগ্রাসনের সরাসরি প্রধান হলেন ডোনাল্ড ট্রাম্প।’ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেন, আটক আমেরিকানদের ন্যায় বিচার করা হবে। তবে আটক ব্যক্তিদের কোথায় রাখা হয়েছে সেই বিষয়ে কিছু জানাননি তিনি। তাদের আইনজীবী দেওয়া হবে কিনা তাও স্পষ্ট নয়।

গত সপ্তাহে আটক ১৩ জনের মধ্যে দুই মার্কিন নাগরিক হলেন লিউক ডানম্যান ও আইরান বেরি। ভেনেজুয়েলার সামরিক বাহিনীর হাই কমান্ডের ধারণা এই দুই ব্যক্তি মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্য। মার্কিন সংবাদমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে তারা সাবেক কর্মকর্তা তবে তা নিশ্চিত করা হয়নি।

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড