X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অ্যাবট কোভিড-১৯ পরীক্ষা পদ্ধতি নিয়ে সতর্ক করলো এফডিএ

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২০, ১৫:৩৮আপডেট : ১৫ মে ২০২০, ১৭:০৩
image

যুক্তরাষ্ট্রের অ্যাবট ল্যাবরেটরিজের তৈরি যন্ত্র দিয়ে কোভিড-১৯  পরীক্ষার ব্যাপারে সতর্ক করেছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ যন্ত্র দিয়ে করা পরীক্ষার ফল ভুল হওয়ার আশঙ্কা আছে। অ্যাবট দিয়ে পরীক্ষার পর যাদের ফল নেগেটিভ এসেছে তাদের আবারও পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে এফডিএ। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের কর্মীদের করোনা পরীক্ষার জন্য দ্রুতগতির অ্যাবোট পদ্ধতি ব্যবহার করা হচ্ছিলো।

প্রতীকী ছবি গত মার্চে জরুরিভাবে করোনা সংক্রমণ পরীক্ষার ক্ষেত্রে অ্যাবট উদ্ভাবিত পরীক্ষা পদ্ধতি ব্যবহারের অনুমোদন দেয় এফডিএ। তখন অ্যাবটের এক বিবৃতিতে দাবি করা হয়েছিল, এই যন্ত্রটি কোনও ব্যক্তি করোনা আক্রান্ত কিনা তা ৫ মিনিটেই জানিয়ে দেবে। আবার কারোর দেহে সংক্রমণের সম্ভাবনা না থাকলেও তা মাত্র ১৩ মিনিটের মধ্যেই জানিয়ে দিতে সক্ষম এটি। ছোট টোস্টারের আকারের এই নতুন যন্ত্রটি মলিকিউলার টেকনোলজির সাহায্যে কাজ করবে। আকারে ছোট হওয়ায় সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে এ পরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি ট্রাম্পও অ্যাবট কিটের প্রশংসা করেন।

সাম্প্রতিক কিছু গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে অ্যাবট কিট পরীক্ষার ফল ‘ফলস নেগেটিভ’ এসেছে। এ সপ্তাহে এনওয়াইইউ লানগোন হেলথ-এর গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাবট পরীক্ষার প্রায় ৫০ শতাংশ ফল ‘ফলস নেগেটিভ’ এসেছে। ওই নমুনাগুলো নিয়ে অন্য পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। প্রতিক্রিয়ায় অ্যাবট দাবি করেছে, অন্য গবেষণার সঙ্গে এ গবেষণার ফল সামঞ্জস্যপূর্ণ নয়। এ গবেষণার নমুনার সংখ্যা খুব কম ছিল।

অ্যাবটের কিট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে এফডিএ। এক বিবৃতিতে সংস্থার কর্মকর্তা টিম স্টেনজেল বলেন, ‘আমরা এখনও অযথার্থ ফল নিয়ে তথ্য পর্যালোচনা করছি এবং এ গুরুত্বপূর্ণ ইস্যুতে অ্যাবটের সঙ্গে যোগাযোগ রাখছি। 

/এফইউ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!