X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এবার ইউরোপে নিষিদ্ধ হলো ট্রাম্পের সেই 'গেমচেঞ্জার' ওষুধ

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২০, ১৮:১০আপডেট : ২৯ মে ২০২০, ১৪:৫২

কোভিড-১৯ চিকিৎসার পরীক্ষামূলক ওষুধ হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নিরাপত্তা নিয়ে শঙ্কায় গত সোমবার একই সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর এর জেরেই বুধবার ফ্রান্স, ইতালি ও বেলজিয়ামের সরকার করোনাভাইরাস চিকিৎসায় ওষুধটির ব্যবহার নিষিদ্ধ করে। একইদিন ওষুধটির আলাদা একটি পরীক্ষা বাতিল করে দিয়েছে যুক্তরাজ্যের একটি নিয়ন্ত্রণকারী সংস্থা।  উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধটিকে 'গেমচেঞ্জার' আখ্যা দিলেও সে দেশের ওষুধ প্রশাসন আগেই এটির ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল।  এবার ইউরোপে নিষিদ্ধ হলো ট্রাম্পের সেই 'গেমচেঞ্জার' ওষুধ

করোনাভাইরাসের এখন পর্যন্ত কোনও স্বীকৃত ওষুধ আবিষ্কৃত না হওয়ায় পরীক্ষামূলক বিভিন্ন তৎপরতা চলছে। চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইনের ব্যবহার নিয়ে চীনে ফেব্রুয়ারি মাসে চালানো এক সমীক্ষার পর বিষয়টি নিয়ে লেগোসে তুমুল আলোচনা ও বিতর্ক শুরু হয়। মার্চের শেষ সপ্তাহে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন (এফডিএ) করোনাভাইরাসের চিকিৎসায় ওই ওষুধ অনুমোদন করেছে। তবে তখনই দাবিটি নাকচ করে দেয় এফডিএ। তা সত্ত্বেও লোকজনের মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইন কিনে ঘরে মজুত করার হিড়িক পড়ে যায়।  তবে এপ্রিলের শেষ সপ্তাহে খোদ যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন এই ওষুধের ঝুঁকির ব্যাপারে সতর্ক করে দেয়। নতুন এক গবেষণাতেও একই ধরনের ঝুঁকির কথা বলা হয়েছে।

গত সপ্তাহে ল্যানচেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, করোনাভাইরাস রোগীদের হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে চিকিৎসা দেওয়ায় কোনও লাভ নেই। এমনকি এতে মৃত্যুঝুঁকিও বাড়তে পারে। ওই গবেষণা প্রতিবেদন প্রকাশের পর গত সোমবার ডব্লিউএইচও কর্মকর্তারা জানান, কোভিড-১৯ চিকিৎসায় কোন ওষুধ ব্যবহার করা যায় তা নিয়ে চালানো ক্লিনিক্যাল পরীক্ষার তালিকা থেকে বাদ পড়বে হাইড্রোক্সিক্লোরোকুইন।

বুধবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় দুই মাস ধরে সচল থাকা একটি ডিক্রি জারি বাতিল করে দিয়েছে। ওই ডিক্রিতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় হাসপাতালের চিকিৎসকদের নির্দিষ্ট পরিস্থিতিতে ওষুধটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল।

এছাড়া একই দিন ফ্রান্স ও ইতালির ওষুধ সংস্থা জানিয়েছে, ক্লিনিক্যাল পরীক্ষার বাইরে কোভিড-১৯ চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার করা যাবে না। বেলজিয়ামের নিয়ন্ত্রক সংস্থা বলছে ক্লিনিক্যাল পরীক্ষাতেও ওষুধটির সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনায় রাখতে হবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!