X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

চীনের নিন্দায় সরব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
২৯ মে ২০২০, ১০:৫১আপডেট : ২৯ মে ২০২০, ২১:৪৫

হংকংয়ের ওপর নতুন নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার ঘটনায় চীনের নিন্দায় সরব হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো। আইনটি পাসের পর বৃহস্পতিবার চার দেশের এক যৌথ বিবৃতিতে এর কঠোর সমালোচনা করা হয়েছে। পশ্চিমা দেশগুলো বলছে, করোনা মহামারির মধ্যেই এমন পদক্ষেপ নিয়ে বেইজিং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ক্ষুণ্ন করছে। একইসঙ্গে তারা আন্তর্জাতিক সহযোগিতা ব্যাহত করার ঝুঁকি নিচ্ছে।

চীনের নিন্দায় সরব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া বিবৃতিতে বলা হয়েছে, হংকংয়ের ওপর নতুন জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দেওয়ার চীনের সিদ্ধান্ত তার আন্তর্জাতিক বাধ্যবাধকতার সঙ্গে সাংঘর্ষিক। জাতিসংঘ নিবন্ধিত চীন-ব্রিটিশ যৌথ ঘোষণা অনুযায়ী এটি অবৈধ। এ আইন চাপিয়ে দেওয়া হলে হংকংয়ের স্বায়ত্তশাসন আর অবশিষ্ট থাকবে না। এতে মানুষের স্বাধীনতা সীমিত হয়ে পড়বে। ‘এক দেশ, দুই নীতি’ও আর কার্যকর থাকবে না।

চার দেশ বলছে, হংকংয়ের বিক্ষোভ-উত্তেজনা প্রশমনের একমাত্র উপায় হচ্ছে, সেখানকার বাসিন্দাদের নিজ নিজ অধিকার ও স্বাধীনতা ফিরিয়ে দিয়ে তাদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে হবে। সরকার ও জনগণের মধ্যে ‘পারস্পরিকভাবে গ্রহণযোগ্য’ একটি পথ খুঁজে বের করতে হবে।

পশ্চিমা দেশগুলোর নিন্দা অবশ্য প্রত্যাখ্যান করেছে চীন। এ সমালোচনাকে নির্লজ্জ হিসেবে আখ্যায়িত করে দেশটির দাবি, ‘বিচ্ছিন্নতাবাদী’ আন্দোলন, ‘সন্ত্রাসবাদ’ ও বিদেশি হস্তক্ষেপ মোকাবিলায় আইনটি পাস করা জরুরি হয়ে পড়েছিল।

বৃহস্পতিবার ২৮৭৮-১ ভোটে বিতর্কিত এই বিলটির অনুমোদন দেয় চীনের ন্যাশনাল পিউপিল কংগ্রেস। আল জাজিরা জানিয়েছে, ভোটাভুটির ফল বড় পর্দায় ভেসে ওঠার পর গ্রেট হল অব দ্য পিউপিলে সমবেত আইনপ্রণেতারা উল্লাসে ফেটে পড়েন।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি প্রণীত এই আইনে ‘দেশদ্রোহিতা, বিচ্ছিন্নতা এবং রাষ্ট্রদ্রোহিতা’ নিষিদ্ধ করা হয়েছে। এর অধীনে হংকংয়ের আইনপ্রণেতাদের বাদ দিয়েই এসব অপরাধে অভিযুক্তদের সাজা দেওয়ার সুযোগ পাবে চীনা কর্তৃপক্ষ।

হংকংয়ের চীন কর্তৃক মনোনীত কর্তৃপক্ষ ইতোমধ্যে এর পক্ষে অবস্থান নিয়েছে। অঞ্চলটির প্রধান নির্বাহী ক্যারি লামের দাবি, এই আইনে স্বায়ত্তশাসন খর্ব হওয়ার কোনও আশঙ্কা নেই। ফলে এটি নিয়ে অন্য কোনও দেশেরও হস্তক্ষেপের সুযোগ নেই।

এদিকে বিলটির বিরুদ্ধে হংকংয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার স্বায়ত্তশাসিত অঞ্চলটির রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। তাদের ওপর রাবার বুলেট ছুড়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিন শতাধিক মানুষকে। বিক্ষোভের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পথেও অনেককে গ্রেফতার করা হয়েছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
সর্বশেষ খবর
পর্যটনে সহযোগিতা করতে আগ্রহী আরব আমিরাত
পর্যটনে সহযোগিতা করতে আগ্রহী আরব আমিরাত
আবারও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া 
আবারও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া 
জরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
নিউইয়র্ক জালিয়াতি মামলাজরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
বাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
পরিবহন মালিক সমিতির হুঁশিয়ারিবাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের