X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

শীর্ষ সামরিক পর্যায়ে বৈঠকে বসছে চীন ও ভারত

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২০, ১৬:০৭আপডেট : ০৬ জুন ২০২০, ১৬:০৯

পূর্ব লাদাখে সৃষ্ট সীমান্ত বিরোধ নিরসনে সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে চীন ও ভারত। দিল্লির আহ্বানে শনিবার চুসুল-মোলডোতে ইন্ডিয়ান বর্ডার পয়েন্ট মিটিং হাট-এ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যম এনডিটিভি। শীর্ষ সামরিক পর্যায়ে বৈঠকে বসছে চীন ও ভারত

পূর্ব লাদাখে সীমান্ত বিরোধ নিয়ে শুক্রবার কূটনৈতিক পর্যায়ে আলোচনা করেছে চীন ও ভারত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে আলোচনার মাধ্যমে ভিন্নমত নিরসনে সম্মত হয় দুই দেশ। এছাড়া পরস্পরের স্পর্শকাতরতা, উদ্বেগ এবং আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনেও সম্মত হয় তারা।

শনিবারের সেনাবাহিনী পর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ১৪ নম্বর ব্যাটেলিয়ানের কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। চিনের তরফে তিব্বত মিলিটারি ডিস্ট্রিক্টের কম্যান্ডার থাকবেন বৈঠকে। আগে স্থানীয় সেনা কমান্ডার পর্যায়ে বৈঠকে বড় ধরনের কোনও অগ্রগতি না হলেও এই বৈঠক থেকে সাফল্যের আশা করছে দুই পক্ষই।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বৈঠকে সীমান্ত এলাকা থেকে চীনের অতিরিক্ত সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানাবে দিল্লি। উত্তেজনা তৈরির আগে পরিস্থিতি যেরকম ছিল তা ফিরিয়ে আনার বিষয়েই জোর দেবে ভারত। ওই আলোচনার উল্লেখ না করলেও ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তের বর্তমান বিরোধ নিরসনে ভারত ও চীন সেনা ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাবে।

ভারত আগে থেকে অভিযোগ করে আসছে লাদাখ ও সিকিমে টহল দেওয়ার সময় গত কয়েক সপ্তাহে বেশ কয়েক বার নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে চীন। আর এতেই দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত ৫ ও ৬ মে প্যাঙ্গং লেক এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে লাঠি-রড নিয়ে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের পরেই লাদাখের একাধিক এলাকায় সীমান্ত পেরিয়ে প্রবেশ করার চেষ্টা করে চীনের সেনাবাহিনী। লাদাখের উত্তর অংশেও নিজেদের গতিবিধি বাড়ায় চীন।

অন্যদিকে চীনের তরফে অভিযোগ করা হয়, প্যাঙ্গং লেক এলাকায় রাস্তা তৈরি করেছে ভারত। এই রাস্তা তৈরি করে সীমান্তে উত্তেজনা বাড়ানোর চেষ্টা ভারতই করছে বলে অভিযোগ করে চীন। এই অভিযোগ অস্বীকার করে আসছে দিল্লি।

/জেজে/
সম্পর্কিত
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে