X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ার হত্যাযজ্ঞ সন্ত্রাসী হামলা: এফবিআই

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৫, ০৯:২৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১২:০১

California attack যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত বুধবারের হত্যাযজ্ঞকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। তারা বলেছে, এ হামলা ছিল সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অংশ। ফলে সন্ত্রাসী হামলা হিসেবেই এর তদন্ত চালানো হচ্ছে।
শুক্রবার এফবিআইয়ের পরিচালক জেমস কমি জানান, তথ্যপ্রমাণ থেকে এটা নিশ্চিত যে হামলাকারী দম্পতি উগ্রবাদী ছিলেন। এমনকি তাদের একজন জঙ্গি দল আইএসের এক নেতাকে সমর্থন করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন।
এফবিআই- এর দাবি, প্রাথমিক তদন্তে তারা নিশ্চিত যে হামলার পেছনে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের উস্কানি রয়েছে। তবে সরাসরি কোনও আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র হামলায় জড়িত কি না তা নিশ্চিত নয়।
এর আগে এফবিআই- এর মুখপাত্র ডেভিড বোডিচম বলেন, হামলাকারী তাসফিন মালিক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আইএস নেতা আবু বকর আল বাগদাদিকে ভিন্ন নামে সমর্থন করে একটি পোস্ট দিয়েছিলেন। তবে পরে সেটি সরিয়ে ফেলা হয়।
এদিকে, হামলাকারী ফারুক-মালিক দম্পতি যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক ডয়লে মিলার জানিয়েছেন, রেডল্যান্ডসে তার বাড়িটি যখন ওই দম্পতি ভাড়া নেন, তখন দুশ্চিন্তা করার মতো কিছু তিনি দেখেননি। সব খোঁজখবর নেওয়া হয়েছিল। ভাড়াটিয়ার লেনদেনও ভালো ছিল...সবকিছুই।
উল্লেখ্য, বুধবার ক্যালিফোর্নিয়ার সান বারনারডিনো এলাকায় ইনল্যান্ড রিজিওনাল সেন্টার ইস এ হেলপ অ্যান্ড মেডিক্যাল অর্গানাইজেশন নামের একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে সন্ত্রাসী হামলায় নিহত হন ১৪ জন। আহত হন ২১ জন। স্থানীয় সময় বেলা ১১টার দিকে হঠাৎ করেই সেনাবাহিনীর মতো পোশাক পরিহিত তিনজন এলোপাতাড়ি গুলি করতে করতে ভবনটিতে ঢুকে পড়ে। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী দম্পতি সাঈদ ফারুক এবং তাশফিন মালিক। তাদের ভাড়া করা গাড়িতে দুটি রাইফেল, দুটি আধা-স্বয়ংক্রিয় হ্যান্ডগান ও এক হাজার ৬০০টি গুলি পাওয়া যায়। পরে তাদের বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম, ১২টি পাইপ বোমা ও সাড়ে চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হামলার আগে তারা নিজেদের ৬ মাস বয়সী সন্তানকে ফারুকের মায়ের কাছে রেখে আসেন বলে জানিয়েছে পুলিশ। সূত্র: আল জাজিরা, বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা