X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

প্রথম ধাপের পরীক্ষায় ‘কার্যকরী’ মডার্নার টিকা: মার্কিন গবেষকদের দাবি

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২০, ১৩:০৬আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৩:১৯
image

করোনাভাইরাসের বিরুদ্ধে মার্কিন কোম্পানি মডার্নার তৈরি ভ্যাকসিনটির প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা সফল হওয়ার দাবি করেছেন গবেষকরা। তাদের দাবি, ৪৫ জন স্বেচ্ছাসেবীর শরীরে এ ওষুধ প্রয়োগের পর দেখা গেছে এটি নিরাপদ এবং তা করোনার বিরুদ্ধে এন্টিবডি তৈরিতে ভূমিকা রাখছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতীকী ছবি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ছাড়িয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোভিড-১৯ প্রতিরোধে কোনও অনুমোদিত টিকা আবিষ্কার হয়নি। বিভিন্ন দেশে করোনা প্রতিরোধী টিকা ও ওষুধ আবিষ্কারের প্রচেষ্টা চলছে। মাত্র কয়েকটি টিকা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না।

গত ১৬ মার্চ মডার্নার তৈরি টিকাটির মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। মঙ্গলবার (১৪ জুলাই) নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক নিবন্ধে মডার্নার গবেষকরা দাবি করেছেন, প্রথম ধাপের পরীক্ষায় এটি কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। যেসব স্বেচ্ছাসেবীকে টিকাটির দুইটি ডোজ দেওয়া হয়েছিল, তাদের শরীরে ভাইরাসটির বিরুদ্ধে উচ্চ মাত্রার এন্টিবডি তৈরি হতে দেখা গেছে। কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া মানুষের শরীরে তৈরি হওয়া এন্টিবডির চেয়েও এর মাত্রা বেশি।

মডার্নার তৈরি টিকাটির প্রথম ধাপের পরীক্ষায় গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে দাবি করেছেন গবেষকরা। তারা জানিয়েছেন, অর্ধেকের বেশি স্বেচ্ছাসেবী অল্প মাত্রার মাথা ব্যথা, ঠাণ্ডাজনিত কাঁপুনি, পেশীর ব্যথা এবং ইনজেকশন দেওয়ার জায়গায় ব্যথা অনুভব করেছেন। যেসব মানুষ সর্বোচ্চ মাত্রার ডোজ নেনে তাদের ক্ষেত্রে এমনটা হতে পারে।

মডার্নার জন্য ভ্যাকসিনটি তৈরির কাজ করছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিজ-এর গবেষকরা। ভ্যাকসিনটির প্রথম ধাপের পরীক্ষার সাফল্যকে ‘ভালো খবর’ বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. অ্যান্থনি ফাউচি।

ভ্যাকসিনটি তৈরির জন্য মডার্নাকে অর্থ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। প্রতিষ্ঠানটিকে ৫০ কোটি ডলার অনুদান দেবে তারা।

/এফইউ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
সর্বশেষ খবর
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল