X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভারতকে রেল প্রকল্প থেকে বাদ দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা: ইরান

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০২০, ২২:৪৪আপডেট : ১৬ জুলাই ২০২০, ২৩:৩১

চীনের চাপে চাবাহার বন্দর সংশ্লিষ্ট একটি রেল প্রকল্প থেকে ভারতকে সরিয়ে দেওয়ার কথা প্রত্যাখ্যান করেছে ইরান। সম্প্রতি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরকে সম্পূর্ণ মিথ্যা আখ্যায়িত করে ইরানের বন্দর ও সমুদ্রসীমা বিষয়ক বিভাগে উপ-প্রধান ফরহাদ মনতাস বলেছেন, ভারতের সঙ্গে এমন কোনও চুক্তিই হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভারতকে রেল প্রকল্প থেকে বাদ দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা: ইরান

কয়েকদিন আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে উল্লেখ করা হয়, চীনের সঙ্গে সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির পর এবার চার বছর আগে স্বাক্ষরিত রেল প্রকল্পের চুক্তি থেকে ভারতকে বাদ দিয়েছে ইরান। গত সপ্তাহে লাইন স্থাপনের কাজ একতরফা উদ্বোধন করে এমন ইঙ্গিতই দিয়েছে দেশটি।

চাবাহার সমুদ্রবন্দর থেকে আফগানিস্তান সীমান্ত লাগোয়া ইরানি শহর জাহেদান পর্যন্ত ৬২৮ কিলোমিটার দীর্ঘপথে রেল চালানোর জন্য ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিদেশীয় চুক্তি হয়েছিল ২০১৬ সালে। উদ্দেশ্য ছিল আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের একটি বিকল্প বাণিজ্যপথ গড়ে তোলা।
চুক্তি সত্ত্বেও গত সপ্তাহে একতরফা ওই রেল প্রকল্পের একাংশে লাইন স্থাপনের কাজ উদ্বোধন করেন ইরানের পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ ইসলামি। এতে ভারতীয় কোনও কর্মকর্তার উপস্থিতি ছিল না।

বুধবার এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে ফরহাদ মনতাস জানান, চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেল প্রকল্প থেকে ভারতকে বাদ দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। কারণ, এ বিষয়ে নয়াদিল্লির সঙ্গে ইরানের কোনও চুক্তি হয়নি।

তিনি আরও জানান, চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগ নিয়ে নয়াদিল্লির সঙ্গে দু’টি চুক্তি স্বাক্ষর করেছে তেহরান। প্রথম চুক্তিটি বন্দরের যন্ত্রপাতি ও সরঞ্জাম সংক্রান্ত। দ্বিতীয়টি হচ্ছে, বন্দর নির্মাণে ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ।

চাবাহারে ভারত-ইরান সহযোগিতার সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞার কোনও সম্পর্ক নেই বলেও উল্লেখ করে ইরানি কর্মকর্তা।

২০১৮ সালে ভারতের চাপে চাবাহার বন্দর প্রকল্পে মার্কিন একটি আইনের আওতায় আর্থিক নিষেধাজ্ঞা থেকে ছাড় দিতে রাজি হয় যুক্তরাষ্ট্র।

ভারতীয় বিশ্লেষকদের মতে, মার্কিন চাপে ইরানের কাছ থেকে অপরিশোধিত তেলের আমদানি বন্ধ করে দিয়েছে ভারত। বিগত কয়েক বছরে ভারতের অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে যুক্তরাষ্ট্র, যা ইরানের পছন্দ নয়। পাশাপাশি চীনের সঙ্গেও ভারতের সম্পর্কের অবনতি শুরু হয়েছে। ঠিক এমন সময়েই স্বীকার না করলেও চাবাহার বন্দর নিয়ে ভারতকে চাপ দিচ্ছে ইরান। ফলে ইরানের সঙ্গে ভারতের সম্পর্কের ফাটল আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
সর্বশেষ খবর
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?