X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এবার আলিবাবার কর্ণধার জ্যাক মা-কে তলব ভারতের আদালতের

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২০, ১৭:২২আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৭:৪৪


ভারতে অর্ধশতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধের পর এবার আলিবাবার কর্ণধার জ্যাক মা-কে তলব করেছেন দেশটির একটি আদালত। ভুয়া খবর ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে সমন জারি করেছেন গুরুগ্রাম আদালত। এবার আলিবাবার কর্ণধার জ্যাক মা-কে তলব ভারতের আদালতের




সম্প্রতি আলিবাবার সাবেক এক কর্মী আদালতে অভিযোগ করেন, আলিবাবার অধীনস্থ ইউসি নিউজ এবং ইউসি ব্রাউজারের মাধ্যমে ভুয়া খবর ছড়ানোর পর আপত্তি জানালে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। ওই মামলার শুনানিতেই জ্যাক মা’কে তলব করেন আদালত।
কাশ্মিরের লাদাখে চীনা বাহিনীর হাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহতের পর আলিবাবার ইউসি নিউজ, ইউসি ব্রাউজার-সহ অন্তত ৫৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে দিল্লি। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোর কাছে কিছু বিষয়ে লিখিত জবাব তলব করা হয়। জানতে চাওয়া হয়, কোনও রিপোর্ট সেন্সর করার জন্য তাদের কাছে নির্দেশ এসেছিল কিনা অথবা কোনও বিদেশি সংস্থার হয়ে তারা কাজ করছিল কিনা।
সম্প্রতি বিষয়টি নিয়ে গুরুগ্রাম আদালতের দ্বারস্থ হন আলিবাবার ইউসি ওয়েবের সাবেক কর্মী পুষ্পেন্দ্র সিংহ পরমার। ২০ জুলাই আদালতে যে রিপোর্ট জমা দেন তিনি, তাতে বলা হয়, এমন কোনও খবর যা চীনের স্বার্থবিরোধী, ভারতে তা সেন্সর করার নির্দেশ দিয়েছিল আলিবাবা। ইউসি ব্রাউজার এবং ইউসি নিউজ অ্যাপের মাধ্যমে অনেক সময় ভুয়া খবর ছড়ানো হতো, যাতে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অশান্তি বাধে।
এই মামলার শুনানিতেই গুরুগ্রামের একটি জেলা আদালতের দায়রা বিচারক সনিয়া শেওকন্ড আলিবাবা কর্ণধার জ্যাক মা এবং সংস্থার বিভিন্ন শাখার একাধিক কর্মীকে তলব করেন। আগামী ২৯ জুলাই আদালতে উপস্থিত হতে হবে তাদের। আইনজীবী পাঠিয়েও নিজেদের বক্তব্য জানাতে পারবেন তাঁরা।
আলিবাবা ও প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভদের আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এ নিয়ে আলিবাবার তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি। জ্যাক মা’র প্রতিনিধিরাও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে ইউসি ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় বাজার এবং স্থানীয় কর্মীদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। স্থানীয় আইন মেনে চলাই আমাদের সংস্থার নীতি। এই মামলা নিয়ে এখনই কিছু বলতে পারছি না আমরা।’
২০১৭ সালের অক্টোবর থেকে গুরুগ্রামে ইউসি ওয়েব-এর দফতরে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন পুষ্পেন্দ্র সিংহ পরমার। আলিবাবার কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ প্রায় দুই কোটি টাকা দাবি করেছেন তিনি। বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে রাজি হননি পরমারের আইনজীবী অতুল আলাওয়াত।
লাদাখে সংঘাতের জেরে ভারতে সব চীনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর স্বভাবতই দেশটিতে কর্মী ছাঁটাই শুরু করেছে আলিবাবা ও এর অঙ্গপ্রতিষ্ঠান ইউসি ওয়েব। অ্যাপ নিষিদ্ধ হওয়ার আগে ভারতে ৬৮ কোটি ৯০ লাখ বার ইউসি ব্রাউজার ডাউনলোড করা হয়। ৭ কোটি ৯৮ লাখ বার ডাউনলোড করা হয় ইউসি নিউজ অ্যাপ। ভারতে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যেই সবচেয়ে বেশি ডাউনলোড করা হয় এই অ্যাপটি। সূত্র: আনন্দবাজার

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বশেষ খবর
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক