X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জে অ্যান্ড জে ভ্যাকসিনের ২০ কোটি ডোজ প্রাপ্তি নিশ্চিত ইইউ’র

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০২০, ১৫:৩৮আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৫:৪০

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে) উদ্ভাবিত সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ২০ কোটি ডোজ প্রাপ্তি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক পর্যায় ২০ কোটি ডোজ সরবরাহের বিষয়ে শুক্রবার প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। ইইউ কমিশন জানিয়েছে, তারা আরও ২০ কোটি ডোজ কেনা হতে পারে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

জে অ্যান্ড জে ভ্যাকসিনের ২০ কোটি ডোজ প্রাপ্তি নিশ্চিত ইইউ’র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ইউরোপে প্রায় ৩৭ লাখ লোক করোনা আক্রান্ত হয়েছে এবং ২ লাখ ১৮ হাজার ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। ইইউ’র ৪৫ কোটি লোকের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন ডোজ নিশ্চিত করতে সম্ভাব্য ভ্যাকসিন উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আগাম চুক্তির জন্য ইইউ জরুরি তহবিলের ২ বিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির অধীনে ইউরোপিয়ান ইউনিয়নের সব সদস্য দেশ জনসন অ্যান্ড জনসনের এই ভ্যাকসিন কিনতে পারবে। একই সঙ্গে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য এ ব্যাপারে সহযোগিতা দেওয়া হবে।
ইইউ বলেছে, সম্ভাব্য ভ্যাকসিনের জন্য অন্যান্য উৎপাদনকারীদের সঙ্গেও ব্যাপক ভিত্তিক আলোচনা হয়েছে।
গত ৩১ জুলাই ইউরোপিয়ান কমিশন বলেছে,তারা ফ্রান্সের সানোফি উদ্ভাবিত সম্ভাব্য অপর একটি ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ প্রাপ্তি নিশ্চিত করেছে। ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা ভর ডার লিয়েন বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের নাগরিকদের জীবন রক্ষায় এবং অর্থনীতির জন্য একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন প্রয়োজন।

কোম্পানিটি জানিয়েছে, ২০২১ সালের শেষে প্রায় ১০০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করতে পারবে। এই ভ্যাকসিনটি এক ডোজ করে প্রয়োগ করা লাগবে।

 

/এএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!