X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ১ লাখ ১০ হাজার ডোজ টিকা বিনামূল্যে দেবে চীন

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২০, ২০:০৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

বাংলাদেশকে করোনাভাইরাসের সম্ভাব্য টিকার এক লাখ দশ হাজার ডোজ বিনামূল্যে দেবে চীন। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্স।

বাংলাদেশকে ১ লাখ ১০ হাজার ডোজ টিকা বিনামূল্যে দেবে চীন

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে করোনার টিকার ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করছে বেইজিংভিত্তিক সিনোভ্যাক বায়োটেক। রাজধানী ঢাকায় ৪ হাজার ২০০ জনের ওপর তাদের তৈরি করোনা টিকার পরীক্ষা চলছে। আর এই পরীক্ষায় চীনকে সহযোগিতা করছে আইসিডিডিআর,বি।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্স জানান, বাংলাদেশকে টিকার এক লাখ ১০ হাজার ডোজ বিনামূল্যে দিতে রাজি হয়েছে চীনা কোম্পানি সিনোভ্যাক।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ কোটি জনগণের দেশে এই সংখ্যাটা অবশ্য খুবই নগণ্য। টিকার পরীক্ষায় অংশগ্রহণ করলেও বাংলাদেশিদের আশঙ্কা দেশের সব মানুষের জন্য টিকা নিশ্চিত করতে হয়তো মূল্য পরিশোধ করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজির অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেছেন, যদি বিশ্বের কোনও ব্যক্তি পেটেন্ট রাইটস এবং লাভের জন্য করোনার টিকা থেকে বঞ্চিত হয়, তাহলে সেটি হবে এই শতাব্দীর সবচেয়ে বড় অন্যায়।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত টিকার মাধ্যমে চীন বন্ধুত্ব বাড়াতে চাইছে। ফিলিপাইনকে দ্রুত টিকা সরবরাহ করা হবে এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোকে করোনার ওষুধ কিনতে ১০০ কোটি ডলার ঋণ দিতে যাচ্ছে চীন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ায় চীনের প্রবণতা নিয়ে সন্দিহান ভারত। তারা বাংলাদেশ ও নেপালকে টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টিকা সরবরাহের বিষয়ে একচেটিয়া আচরণ করবে না চীন। এছাড়া কূটনৈতিক অস্ত্র হিসেবে টিকাকে ব্যবহার করার দাবিও অস্বীকার করেছে তারা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!