X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লুকাশেঙ্কোকে বেলারুশের বৈধ প্রেসিডেন্ট মানে না ইউরোপীয় ইউনিয়ন

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৬

নিজ দেশে ব্যাপক বিক্ষোভের মুখে পড়া আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে বেলারুশের বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জোটটির কূটনৈতিক প্রধান জোসেফ বোরেল ইউরোপীয়ান পার্লামেন্টকে জানিয়েছেন, বেলারুশের গত ৯ আগস্টের নির্বাচন ছিল প্রতারণাপূর্ণ। এতে জয় পাওয়ার দাবি করে আসছেন লুকাশেঙ্কো। তবে ইইউ’র কঠোর প্রতিক্রিয়ার আগের দিনই তাকে স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। লুকাশেঙ্কোর বিরুদ্ধে ক্রমেই বিক্ষোভ জোরালো হচ্ছে

গত ৯ আগস্টের বিতর্কিত নির্বাচনের পর থেকে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন বিগত ২৬ বছর ধরে বেলারুশের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। গত রবিবারও দেশটির রাজধানী মিনস্কের রাজপথে বিক্ষোভ করেছে অন্তত এক লাখ মানুষ। এছাড়াও একই দিন দেশটির আরও বেশ কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে। বেলারুশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এদিন সরকারবিরোধী বিক্ষোভ থেকে ৭৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে কেবল রাজধানী থেকেই গ্রেফতার হয়েছে অন্তত পাঁচশ’ জন।

বিতর্কিত নির্বাচন আর বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর নিষ্ঠুর নিপীড়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনার মুখে রয়েছেন বেলারুশের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কো। এমন পরিস্থিতিতে বেলারুশ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য রাখেন জোটটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি বলেন, ‘আমাদের কাছে পরিস্থিতি পরিষ্কার। আমরা মনে করি গত ৯ আগস্টের নির্বাচন ছিলো প্রতারণাপূর্ণ। আমরা লুকাশেঙ্কোকে বেলারুশের বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করি না।’ ২৬ বছরের শাসনামলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন আলেক্সান্ডার লুকাশেঙ্কো

ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে জানিয়েছে, বেলারুশে ভোট জালিয়াতি এবং বিক্ষোভকারীদের ওপর হামলায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি চলছে। জোসেফ বোরেল জানান, বেলারুশে এখন পর্যন্ত সাত হাজার পাঁচশ’রও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে আর পাঁচ শতাধিক নিপীড়নের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

তবে কূটনীতিকরা বলছেন বেলারুশের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করছে সাইপ্রাস। দেশটির দাবি বেলারুশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে প্রথমে পূর্ব ভূমধ্যসাগরে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান নিয়ে বিরোধের কারণে তুরস্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে জোটটির শীর্ষ কূটনীতিক বলেন, ইইউ’র গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ছে আর সদস্য দেশগুলোকে তিনি বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদনের আহ্বান জানান।

বেলারুশ প্রশ্নে ইউরোপীয় ইউনিয়ন কঠোর অবস্থান নিলেও সোমবার মিনস্ককে দেড়শ’ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে রাশিয়া। সোমবার আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বেলারুশের সংকট বিদেশি হস্তক্ষেপ ছাড়াই দেশটির জনগণের সমাধান করা উচিত। লুকাশেঙ্কোর সংবিধান সংশোধনের প্রস্তাবকে তিনি যৌক্তিক এবং সময়োপযোগী আখ্যা দেন। যদিও দেশটির বিক্ষোভকারীরা তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

/জেজে/
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা