X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

৯০ মিনিটে করোনা শনাক্তের কিট উদ্ভাবন

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৭

বিশেষায়িত কোনও পরীক্ষাগার ছাড়াই মাত্র ৯০ মিনিটের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে সক্ষম একটি র‍্যাপিড টেস্ট কিট উদ্ভাবন করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষণায় দেখা গেছে, ‘ল্যাব-অন-এ-চিপ’ নামের এই কিট ব্যবহার করে পাওয়া ফলের সঙ্গে বর্তমানে প্রচলিত পরীক্ষার ফলাফলের মিল রয়েছে। করোনা আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করতে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সিস্টেমের (এনএইচএস) আটটি হাসপাতাল ইতোমধ্যে এই কিটটি ব্যবহার করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমানে প্রচলিত পরীক্ষা এবং শনাক্ত কর্মসূচির কোনও সমাধান হয়ে উঠবে না নতুন এই কিট। নতুন এই কিটটি ৯০ মিনিটে করোনাভাইরাস শনাক্তে সক্ষম

নতুন এই কিটটি উদ্ভাবন করেছে ডিএনএনাজ কোম্পানি। নাক কিংবা গলা থেকে কফ সংগ্রহে সক্ষম যে কেউই এটি ব্যবহার করতে পারবেন। সংগৃহীত এই কফ কিটের অভ্যন্তরে থাকা একটি নীল কার্টিজের মধ্যে রাখার পর জুতার বাক্সের মতো আকারের একটি যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এরপর সেখানে থাকা রাসায়নিকগুলো বিশ্লেষণের মাধ্যমে জানিয়ে দেবে তাতে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে কিনা।

৩৮৬ জনের নমুনা নিয়ে একইসঙ্গে ডিএনএনাজের যন্ত্র ও প্রচলিত ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকেরা। গবেষণাটি পরে ল্যানসেট মাইক্রোব জার্নালে প্রকাশিত হয়েছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক গ্রাহাম কুক বলেন, ‘নতুন কোনও প্রযুক্তি নিয়ে আসার ক্ষেত্রে খুবিই স্বস্তিদায়ক ফলাফল পাওয়া  গেছে। বেশিরভাগ পরীক্ষা পদ্ধতিতেই হয় সময় বেশি লাগে, না হয় যতটা নির্ভুল ফল আশা করা হয়, ততটা পাওয়া যায় না। কিন্তু এই পরীক্ষা পদ্ধতি দুটো শর্তই পূরণ করেছে।’  

ওই গবেষণায় দেখা গেছে, ল্যাবরেটরির পরীক্ষায় যেসব ব্যক্তির নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি নেই বলে নিশ্চিত হওয়া গেছে, সেসব ব্যক্তির নমুনায় নতুন র‌্যাপিড টেস্টও একই ফলাফল মিলেছে আর যাদের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, তাদের নমুনায় ল্যাবরেটরির পরীক্ষার ফল আর র‌্যাপিড টেস্টের ফলাফলে ৯৪ শতাংশ ক্ষেত্রে মিল পাওয়া গেছে।

যুক্তরাজ্য ইতোমধ্যে পাঁচ হাজার নাজবক্স মেশিন এবং ৫৮ লাখ ডিসপোজেবল কার্টিজ কেনার আদেশ দিয়েছে। তবে নতুন এ যন্ত্রটির সীমাবদ্ধতাও আছে। যন্ত্রটি একইসঙ্গে একটির বেশি নমুনা পরীক্ষা করতে পারে না। ফলে এ ধরনের যন্ত্র দিয়ে দিনে ১৬টির বেশি নমুনা পরীক্ষা সম্ভব হবে না।

অধ্যাপক গ্রাহাম কুক জানান, নতুন এই যন্ত্রটি কেবল ক্লিনিক্যাল ব্যবস্থাপনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই কার্যকর।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
বিকল্প নয়, মানুষের সহায়ক হবে এআই
ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
যে কারণে রুশ তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র