X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চীনা বিমান প্রতিহতকারী পাইলটদের বীর আখ্যা দিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:২০

সামরিক চাপ বাড়তে থাকার মধ্যে চীনা বিমান প্রতিহত করে দেওয়া পাইলটদের ভূয়সী প্রশংসা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাইওয়ান প্রণালির গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিত পেঙ্গু পরিদর্শনে গিয়ে বলেছেন, চীনা বিমান প্রতিহত করায় পাইলট ও প্রকৌশলীদের বীরোচিত ভূমিকার বিষয়ে সচেতন রয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন

চীন-তাইওয়ান বিরোধ গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বেইজিংয়ের দাবিকৃত অঞ্চলটিতে ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তার সফর ঘিরে গত সপ্তাহে দুই অঞ্চলকে পৃথককারী তাইওয়ান প্রণালিতে মহড়া দেয় চীনের যুদ্ধবিমান। পাল্টা পদক্ষেপ হিসেবে তাইওয়ানের বিমান বাহিনীও মহড়া চালায়।

এমন প্রেক্ষাপটে মঙ্গলবার নিজেদের বিমান ঘাঁটি পরিদর্শনে যান তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন। সেখানে পাইলট ও প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ওপর আমার বিপুল আত্মবিশ্বাস রয়েছে। গণপ্রজাতন্ত্রী চীনের (তাইওয়ানের আনুষ্ঠানিক নাম) সৈনিক হিসেবে কীভাবে আমরা আমাদের নিজস্ব আকাশসীমায় শত্রুদের ঘুর ঘুর করতে দেবো?’ তিনি বলেন, দ্বীপের চারপাশে ঘুরে বেড়ানে কমিউনিস্ট বিমানের উসকানিমূলক আচরণ এবং গত কয়েক দিনে আঞ্চলিক শান্তি ক্ষতিগ্রস্ত করার বিষয়ে আমি জানি। এমন অবস্থায় পেঙ্গুর আকাশসীমার সম্মুখ সারিতে আপনাদের দায়িত্ব নিশ্চয় অনেক বেশি কঠিন।’

পেঙ্গু বিমান ঘাঁটিতে বর্তমানে এফ-সিকে-১ চিং-কুয়ো প্রতিরক্ষা বিমান রয়েছে। ১৯৯৭ সালে তাইওয়ানের বাহিনীতে প্রথম যুক্ত হওয়া এই বিমানগুলো চীনের বিমান শনাক্তের মাত্র পাঁচ মিনিটের মাথায় জবাব দিতে সক্ষম। ঘাঁটিটির সিনিয়র কর্মকর্তা ওয়াং চিয়া-চু বলেন, ‘আমরা বাস্তব সময়ের মধ্যে আমাদের আকাশসীমার সুরক্ষা দিতে সক্ষম।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
এক সপ্তাহে দ্বিতীয় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেলো থাইল্যান্ড
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি